আশ-শাবাবের সফল হামলায় কমান্ডারসহ ১১ সোমালি সেনা হতাহত

0
1415
আশ-শাবাবের সফল হামলায় কমান্ডারসহ ১১ সোমালি সেনা হতাহত

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দেশটির সামরিক বাহিনীর উপর ২টি পৃথক হামলার ঘটনায় ২ সেনা নিহত এবং উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৯ সেনা আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১লা সেপ্টেম্বর শুক্রবার, দক্ষিণ সোমালিয়ার যুবা রাজ্যের কেন্দ্রীয় কাসমায়ো শহরের উপকণ্ঠে একটি হামলার ঘটনা ঘটেছে। যে সেখানে পশ্চিমা সমর্থিত সোমালি সামরিক বাহিনীর একটি টহলরত দলের উপর এই হামলাটি চালানো হয়। হামলায় টহলদলের ২ সেনা সদস্য নিহত এবং আরও ৫ সেনা আহত হয়েছে।

শাহাদাহ্ নিউজের এক রিপোর্ট থেকে জানা গেছে, আল-কায়েদা শাখা হারাকাতুশ শাবাব মুজাহিদদের রাখা বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

একইদিন দক্ষিণ সোমালিয়ার শাবেলী সুফলা রাজ্যের আফজাউয়ে শহরের কাছে সোমালি বাহিনীর একটি সামরিক গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ফলে সামরিক বাহিনীর গাড়িটি ধ্বংস হয়ে যায়। এসময় সোমালি সামরিক বাহিনীর ৭ তম ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডারসহ ৪ সেনা সদস্য গুরুতর আহত হয়েছে।

আল-কায়েদা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে উক্ত হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইনফোগ্রাফি | পাক-তালিবানের ৩৭ টি হামলায় ১৪৯ নাপাক সেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালিতে সন্ত্রাস নির্মূল অভিযানে বড় সফলতা পেল আল-কায়েদা, প্রচুর গণিমত লাভ