শুধুমাত্র কুরআন পাঠ করায় বয়োজ্যেষ্ঠ মুসলিমদেরও আটক করে বর্বর চীনা প্রশাসন

মাহমুদ উল্লাহ্‌

1
1194
শুধুমাত্র কুরআন পাঠ করায় বয়োজ্যেষ্ঠ মুসলিমদেরও আটক করে বর্বর চীনা প্রশাসন

চীনে মুসলিমদের জোর করে নাস্তিক বানাতে এবং ইসলামের নাম-নিশানা মিটিয়ে দিতে জোড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্বর কমিউনিস্ট প্রশাসন। চীন থেকে ইসলামী শিক্ষা মুছে দিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কুরআনী শিক্ষায়।

যারা চীনের বর্বর কমিউনিস্ট প্রশাসনের আদেশ অমান্য করে কুরআন শিক্ষায় নিজেদের নিয়োজিত করেছে, তাদের জীবনেও নেমে এসেছে করুণ পরিণতি।

অনেক মুসলিমকে আটক করা হয়েছে। তাদের মাঝে একজন হলেন ৭২ বছর বয়সী উইঘুর মুসলিম এমিট নুর হক।
শুধু কুরআন অধ্যয়নের কারণে বয়সের ভারে নুজ্ব বৃদ্ধ মুসলিকেও ছাড় দেয়নি বর্বর চীনা প্রশাসন। সম্মানিত এই মুসলিমকে গ্রেফতার করে রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে।

নূর হকের মতোই নানান ঠুনকো অজুহাতে পূর্ব তুর্কিস্তানের প্রায় ২০ লক্ষাধিক মুসলিমকে আটক রাখা হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোতে।

এবিষয়ে অমুসলিমদের সংঘ হিসেবে খ্যাতি পাওয়া কথিত জাতিসংঘ কোন ধরণের পদক্ষেপই নেয়নি। হলুদ মিডিয়া, কথিত সুশীল সমাজ ও দালাল বুদ্ধিজীবিরাও বরাবরের মতই মুসলিমদের উপর চালানো এই নিষ্ঠুর নিধনযজ্ঞ নিয়ে কোন কথা বলতে নারাজ।

ইসলামিক চিন্তাবিদগণ তাই মনে করেন, কথিত আন্তর্জাতিক সম্প্রদায় বা এদের কারো তোয়াক্কা না করে নিজেদের সমস্যা সমাধানে মতানৈক্য ভুলে তাওহীদবাদী মুসলিমদেরকেইে এগিয়ে আসতে হবে।

তথ্যসূত্র
—–
১। https://tinyurl.com/4yd3yvc3

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভুলে যাওয়া সোপোর গণহত্যা : ভারতীয় বাহিনীর নৃশংসতার খণ্ডচিত্র
পরবর্তী নিবন্ধমুমিনদের হৃদয় শীতলকারী ঐতিহাসিক শার্লি হেবদো হামলার সাত বছর