“আমরা ধর্মযুদ্ধ ঘোষণা করেছি, মুসলিম গণহত্যা শুরু হবে পূর্ব উত্তরপ্রদেশ থেকে” : উগ্র হিন্দু সন্ন্যাসী ইয়াতি কৃষ্ণানন্দ

উসামা মাহমুদ

0
1728
“আমরা ধর্মযুদ্ধ ঘোষণা করেছি, মুসলিম গণহত্যা শুরু হবে পূর্ব উত্তরপ্রদেশ থেকে” : উগ্র হিন্দু সন্ন্যাসী ইয়াতি কৃষ্ণানন্দ

পূর্ব উত্তরপ্রদেশ থেকে ব্যাপক মুসলিম গণহত্যা শুরু করার ঘোষণা দিয়েছে উগ্র হিন্দু সন্ন্যাসী ইয়াতি কৃষ্ণানন্দ

এমনিতেই ভারতে মুসলিম গণহত্যার আগুন জ্বলছে, ক্ষুদ্র পরিসরে সেটা শুরুও হয়ে গেছে; আর ব্যপকভিত্তিক মুসলিম গণহত্যার চূড়ান্ত প্রস্তুতি চলছে। সেই আগুনে নিয়মিত ঘি ঢেলে যাচ্ছে সাধু সন্ন্যাসীর নামধারী উগ্র হিন্দু সন্ত্রাসী ধর্মগুরুরা। এসব উগ্র হিন্দু সন্ত্রাসী ধর্মগুরুরা প্রকাশ্যে মুসিলমদের গণহত্যা চালানোর ঘোষণা দিচ্ছে।

গত কয়েকমাস আগে হরিদ্বারের ধর্ম সংসদসহ আরো কয়েকটি জায়গায় মুসলিমদের গণহত্যার ডাক দেয় হিন্দুত্ববাদী ধর্মগুরু যতি নরসিংহানন্দ।

এবার ঐ নরসিংহের পথ ধরেই মুসলমানদের গণহত্যার আহ্বান জানানো হিন্দু সন্ন্যাসী ইয়াতি কৃষ্ণানন্দের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এই হিন্দুত্ববাদী প্রস্তাবিত গণহত্যার জন্য একটি তফসিল ঘোষণা করেছে; এতে সে পূর্ব উত্তরপ্রদেশ থেকে এটি শুরু হবে বলেও জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, উগ্র সাধু সন্ত্রাসী ইয়াতি কৃষ্ণানন্দ ঘোষণা করছে যে, প্রস্তাবিত গণহত্যা শুরু হবে পূর্বাচল তথা (পূর্ব উত্তরপ্রদেশ) থেকে।
“আমরা ধর্ম যুদ্ধ ঘোষণা করেছি।”

বাকি ক্লিপটিতে, তাকে দেখা যায়, সে হিন্দুদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে প্ররোচিত করতে বলছে, যে তারা অনেক বেশি সময় ধরে ঘুমিয়েছে। এখন জেগে ওঠা এবং মুসলিমদের মোকাবেলা করার সময় এসেছে।

সে মুসলিমদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য গুরুত্বারোপ করে। সকলকে হিন্দুদের একত্রিত করতে মুসলিম গণহত্যাকে “ধর্মযুদ্ধ” হিসেবে আখ্যায়িত করে। সে হিন্দুদের উসকনি দিয়ে বলেছে, মুসলিমরা নাকি ইতিমধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে।

এভাবেই প্রকাশ্যে মুসলিম গণহত্যার ঘোষণা দিয়ে উগ্র হিন্দু সন্ন্যাসীরা মুসলিম গণহত্যা বাস্তবায়নের চূড়ান্ত ধাপের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা তাই বলছেন, মুসলিমরা যদি এখনো সচেতন না হোন, কিংবা নিজেদের জান-মাল-ইজ্জত-আব্রুর হেফাজতের ফিকির শুরু না করেন, তাহলে হয়তো তাদের জন্য অপেক্ষা করছে রক্তাক্ত এক নিকট ভবিষ্যৎ।


তথ্যসূত্র:

1. Hindu Monk Announces ‘Dharam Yudh’ against Muslims
https://tinyurl.com/ydjeheme
2. video link:
https://tinyurl.com/yh793vmz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইয়েমেন | আবিয়ানে যুদ্ধ বিস্তৃতি করছে আল-কায়েদার আরব উপদ্বীপ শাখা
পরবর্তী নিবন্ধকেটে গেলো ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বর ইহুদিদের পাশবিক নির্যাতনের আরও একটি দুর্বিষহ সপ্তাহ