ইসলাম গ্রহণকারী অ্যান্ড্রু টেটকে গ্রেফতার করেছে রোমানিয়া

0
1020
অ্যান্ড্রু ট্রেট ও তাঁর সঙ্গীরা রোমানিয়ায় গ্রেফতারের মুহূর্ত। ছবি: রয়টার্স।

অতি সম্প্রতি সত্য দ্বীন ইসলাম গ্রহণ করা ব্রিটিশ-আমেরিকান কিকবক্সার এবং ইন্টারনেট ব্যক্তিত্ব অ্যান্ড্রু টেটকে গ্রেফতার করেছে রোমানিয়ান পুলিশ। ধর্ষণ ও মানব পাচারের কথিত অভিযোগে গত ২৯ ডিসেম্বর রাজধানী বুখারেস্ট থেকে টেট ও তাঁর ভাইকে আটক করা হয়েছে।

অ্যান্ড্রু টেট ইসলাম গ্রহণ করার আগে থেকেই পশ্চিমা সংস্কৃতিতে নারীদের ফ্রি মিক্সিং-এর সমালোচনা এবং ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, এর পক্ষে প্রশংসা করে কথা বলতেন। তিনি মনে করেন নারীর প্রতি যৌন সহিংসতার দায় নারীর নিজের। এ মন্তব্যের কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং টুইটারের (ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটার একাউন্ট সচল করা হয়েছে) মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে।
তাঁর গ্রেফতারের ঘটনায় ইসলামবিদ্বেষী পশ্চিমা নারীবাদীরা উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর অ্যান্ড্রু টেট সামাজিক যোগাযোগমাধ্যম ‘গেটর’-এ নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। এ সময় সোশ্যাল মিডিয়ায় তাঁর নামাজের একটি ভিডিও-ও ভাইরাল হয়।

দুবাইতে একটি মসজিদে প্রথমবারের মতো নামাজ আদায় করছেন অ্যান্ড্রু টেট- ছবি: সংগৃহীত।

টেট পাঁচ বছর আগে ব্রিটেন ছেড়ে রোমানিয়ায় বসবাস করে আসছেন। ইসলাম গ্রহণ করার আগে থেকেই তিনি পশ্চিমা সংস্কৃতির সমালোচনা করে আসছিলেন। কিন্তু এতদিন তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও ইসলাম গ্রহণের পর পরই ক্ষিপ্ত হয়ে উঠে পশ্চিমারা। তাঁর বিরুদ্ধে রোমানিয়ার এ পদক্ষেপ ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।

তথ্যসূত্র:
——
1. Andrew Tate Detained in Romania on Suspicion of Rape, Human Trafficking-
https://tinyurl.com/fz9svxz6
2. ব্রিটিশ-আমেরিকান কিক-বক্সার অ্যান্ড্রু টেটের ইসলাম গ্রহণ-
https://tinyurl.com/b7z56acp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজয় শ্রীরাম না বলায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মুসলিম শিশুকে মারধর
পরবর্তী নিবন্ধগত বছর ৬০০ ফিলিস্তিনি শিশুকে গৃহবন্দী করেছে ইসরাইল