আমেরিকায় মসজিদের ইমামকে গুলি করে হত্যা

0
412

আমেরিকার নিউজার্সি রাজ্যের নিওয়ার্ক শহরে একজন ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩ জানুয়ারি) ফজরের নামাজের পর মসজিদের বাইরে তাকে গুলি করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান।

সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য মতে, নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তিনি নিউজার্সি রাজ্যের সবচেয়ে বড় শহর নিওয়ার্কের মুহাম্মাদ নিওয়ার্ক মসজিদের ইমাম ছিলেন। ঘটনার সময় তিনি তার গাড়িতে ছিলেন; তাকে একাধিকবার গুলি করে ঘাতক পালিয়ে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত ঘাতককে গ্রেফতার করতে পারেনি মার্কিন পুলিশ। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বে প্রতিনিয়তই মুসলিমরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।



 

তথ্যসূত্র:
1. New Jersey imam fatally shot outside mosque as shooter remains at large
http://tinyurl.com/2p8rrkkb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম ব্রিগেড || ৪ জানুয়ারি, ২০২৪
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৬ জানুয়ারি, ২০২৪