• গাজা ও পশ্চিম তীর—উভয় জায়গাতেই বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল।
• গাজার সিভিল ডিফেন্স বলেছে, খান ইউনিসের আল-বালাদ এবং আল-আমাল এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা।
• উত্তর গাজায় একটি বাড়িতে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনি পুলিশ কর্নেল রুদওয়ানকে হত্যা করেছে জায়োনিস্ট বাহিনী।
• নুসেইরাতের উত্তরে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে রাতব্যাপী তীব্র সংঘর্ষ হয়েছে।
• পশ্চিম তীরের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
• জাতিসংঘে পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি ফিলিস্তিন। এ সংক্রান্ত একটি প্রস্তাব ব্যর্থ হয়েছে।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৬৩৪ জন ফিলিস্তিনি।
• কালকিলিয়াতে জায়োনিস্ট বাহিনী ফিলিস্তিনের বাড়িঘরে অভিযান চালানোর সময় তাদের উপর পাথর নিক্ষেপ করেছেন ফিলিস্তিনি যুবকরা।
• গাজা শহরের আল-তাকা এর কাছে এক জায়োনিস্ট সৈন্যকে সফলভাবে স্নাইপার হামলার শিকার বানিয়েছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• গাজা শহরের পশ্চিমে এসএএম-৭ মিসাইল দিয়ে একটি জায়োনিস্ট যুদ্ধবিমানকে টার্গেট করেছে আল-আসিফাহ বাহিনী।
• তুলকারেমে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করে তীব্র লড়াই করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• মধ্য গাজায় গোয়েন্দা মিশনের সময় একট জায়োনিস্ট কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করে এর উপর নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কুদুস ব্রিগেড।