ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ মে, ২০২৪

0
143

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে সম্ভবত ইসরায়েল গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। তবে এতদসত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যাবে।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৯৪৩ জন ফিলিস্তিনি।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রীয় অধিকার আরও বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪৩টি দেশ, বিপক্ষে ভোট পড়েছে ৯টি এবং ২৫টি দেশ ভোট প্রদান থেকে বিরত থেকেছে।

কলম্বিয়ান প্রেসিডেন্ট গুসতাভো পেট্রো জায়োনিস্ট প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেফতারের আদেশ জারি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতকে। নেতানিয়াহুর সরকারকে গণহত্যাকারী বলে অভিহিত করেছেন পেট্রো।

কিছুদিন আগে এক ইসরায়েলি বন্দী আত্মহত্যা করার চেষ্টা করছিল। তাকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করেছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। ইসরায়েলি বন্দীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতির জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন আল-কাসসাম ব্রিগেড।

গাজায় ত্রাণ প্রবেশের প্রধান পথ ছিল দক্ষিণের সীমান্ত। কিন্তু, ইসরায়েলি দখলদার বাহিনী রাফা সীমান্ত দখল করে নেওয়ায় তিন দিন ধরে গাজায় কোনো কিছু পৌঁছানো যায়নি বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।

• ১০ই মে জায়োনিস্ট বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেড বিভিন্ন ধরনের প্রায় ২০টি হামলা চালিয়েছেন। এসব হামলার সংক্ষিপ্ত বিবরণ নিচে উল্লেখ করা হলো-

রাফার পূর্বে আল-দাওয়া মসজিদের কাছে একটি জটিল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। সেখানে একটি ভবনে অবস্থান নিয়েছিল জায়োনিস্ট বাহিনীর একদল সৈন্য। তাদের উপর টিবিজি দিয়ে হামলা চালান মুজাহিদগণ। ঐ ভবনের নিচে ছিল একটি সৈন্য বহনকারী গাড়ি। এটিতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান আল-কাসসাম ব্রিগেড। ট্যাংকারের পাশে থাকা পদাতিক জায়োনিস্ট সৈন্যদের উপর অ্যান্টি পার্সনেল গোলা ব্যবহার করেন এবং পূর্ণ মাত্রার হামলা চালান। এ হামলা শত্রু সৈন্যরা নিহত ও আহত হয়েছে।

রাফার পূর্বে সাদ সায়েল ব্যারাক এলাকার ভেতরে একটি পূর্ব প্রস্তুতকৃত মাইনফিল্ড বিস্ফোরণ ঘটান জায়োনিস্ট বাহিনীর উপর। অতর্কিত এই হামলায় জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে।

রাফার পূর্বে সাদ সায়েল ব্যারাকের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর দুটি ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

সাদ সায়েল ব্যারাকের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি সৈন্য বহনকারী গাড়িতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালান আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে গাড়িতে আগুন ধরে যায়।

ইসনাদ সুফা সামরিক অবস্থানে রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

গাজা শহরের আল-জায়তুন এলাকার দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

গাজা শহরের আল-জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর মারকাভা-৪ ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা করে ট্যাংক ধ্বংস করেছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফার পূর্বে আবু হালাওয়া এলাকায় ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংককে টার্গেট করেছেন আল-কাসসাম ব্রিগেড ।

রাফার পূর্বে কারাম শালুম সামরিক অবস্থানে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টার শেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মিফতাহিম কমিউনিটিতে মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে যৌথভাবে রাজুম মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং জিহাদ জিবরীল ব্রিগেড।

রাফার পূর্বে সাদ সায়েল ব্যারাকের উপকণ্ঠে জায়োনিস্ট বাহিনীর একটি ইঞ্জিনিয়ারিং ফোর্সের উপর টানেল আই বিস্ফোরণ ঘটিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। এতে জায়োনিস্ট বাহিনীর সৈন্যরা হতাহত হয়েছে। শত্রুদের থেকে বেশকিছু সরঞ্জাম গনিমত পেয়েছেন মুজাহিদগণ।

সাদ সায়েল ব্যারাকের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট সৈন্যদের উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।

গাজা শহরের জায়তুন এলাকার দক্ষিণে এক জায়োনিস্ট অফিসারকে স্নাইপিং করেছেন আল-কাসসাম ব্রিগেড। এতে সরাসরি গুলিবিদ্ধ হয়ে ঐ জায়োনিস্ট আহত হয়েছে।

জায়তুন এলাকার দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে বেশ কয়েকটি মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জায়তুন এলাকার পূর্বে একটি জায়োনিস্ট হেলিকপ্টারে ‘স্যাম ৭’ মিসাইল দিয়ে যৌথ হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আনসার ব্রিগেড।

দখলীকৃত বীরশেবা শহরে জায়োনিস্ট দখলদারদের অবস্থানে দুই বার মিসাইল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফা শহরের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে রাজুম মিসাইল দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত বছরে ১০০ এরও অধিক প্রকল্প চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগ
পরবর্তী নিবন্ধভিডিও || আল-কাসসাম যোদ্ধাদের একাধিক স্নাইপার অপারেশনের দৃশ্য