মোদির সমালোচনা করায় একজন মুসলিমের তিন তলা ভবন গুড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী সরকার

0
116

ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করায় একজন মুসলিমের নির্মাণাধীন তিন তলা ভবন ভেঙ্গে দিয়েছে উত্তর প্রদেশের বিজেপি শাসিত সরকার। উত্তর প্রদেশের ফতেহপুর এলাকায় ঘটনাটি ঘটে।

ঐতিহাসিক বকেরগঞ্জ এলাকায় ফরিদ আহমদ ও আয়েশা আক্তারের অংশীদারিত্বে হাজী রাজার বিশ কোটি রুপি সমমূল্যের ওই কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছিল। অনুমোদিত ম্যাপ ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছিল বলে অভিযোগ তুলে সেটি ভেঙে দেয় উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী সরকার।

২৭ আগস্ট মঙ্গলবার, স্থানীয় বিজেপি সরকার বিশাল ভবনটি ভেঙে ফেলার জন্য পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে ঘটনাস্থলে আসে। ভবনটি মাটির সাথে মিশিয়ে দিতে দুই দিন সময় লাগে তাদের।

চলতি বছরের গত জুন মাসে সমাজওয়াদি পার্টির নব নির্বাচিত এমপি উত্তম প্যাটেলের একটি সংবর্ধনা বক্তৃতায় নরেন্দ্র মোদিকে নিয়ে সমালোচনা করেছিলেন হাজী রাজা। তার পর থেকে বিজেপি নেতারা তার সাথে শত্রুতায় মত্ত হয়।

হাজী রাজা ওই বক্তৃতার এক পর্যায়ে বলেন, “যখন সংসদে আমাদের এমপি গর্জন তুলবে তখন মোদির প্যান্ট ভিজে যাবে।”

তার এই বক্তব্যের জের ধরেই তার নির্মাণাধীন তিন তলা ভবনটি ভাঙা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার।


তথ্যসূত্রঃ
Anti-Modi Remarks: 3-Storey Complex of SP Leader Haji Raza Bulldozed in UP’s Fatehpur
-https://tinyurl.com/5n7nmkps

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জন
পরবর্তী নিবন্ধতিন বছরেই বেহাল অবস্থা ৯২ কেটি টাকা ব্যয়ে নির্মিত ডাক ভবনের