কাশ্মীরে আরও পাঁচ মুসলিমের সম্পত্তি জব্দ করল ভারতীয় বাহিনী

0
13

দখলদার ভারত সরকার কাশ্মীরিদের সম্পত্তি দখলের নীতি অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে ভারতীয় প্রশাসন অধিকৃত কাশ্মীরের রামবান জেলায় পাঁচ কাশ্মীরির সম্পত্তি জব্দ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানায়, বিজেপি কর্তৃক নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মিনহাজ সিনহার নির্দেশে ভারতীয় পুলিশ শ্রীনগরের গুল এলাকার বাসিন্দা সিরাজউদ্দিন, মোহাম্মদ আশরাফ, রিয়াজ আহমেদ, মুশতাক আহমেদ ও ফারুক আহমেদের সম্পত্তি দখল করেছে।

সাব-ডিভিশনাল পুলিশ অফিসারের জারি করা আদেশে বলা হয়েছে, পুলিশের অনুমতি ছাড়া এসব সম্পত্তি এখন থেকে বিক্রি, ভাড়া বা অন্য কোনো লেনদেনের আওতায় আনা যাবে না।

উল্লেখ্য, ভারতীয় প্রশাসন স্বাধীনতাকামী মুজাহিদিনদের সঙ্গে সম্পর্ক থাকার বা তাদের সহযোগিতা করার অভিযোগ তুলে এসব সম্পত্তি জব্দ করেছে। তবে বিশ্লেষকদের মতে, এটি ভারত সরকারের দমনমূলক নীতিরই অংশ, যার মাধ্যমে কাশ্মীরিদের ভয়ভীতি প্রদর্শন, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা এবং তাদের আত্মনিয়ন্ত্রণের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা চালানো হচ্ছে।


তথ্যসূত্র:
1. BJP regime attaches properties of five Kashmiris in IIOJK
– https://tinyurl.com/yddcw37t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে ভারতীয় নিপীড়ন অব্যাহত, ফেব্রুয়ারিতে ১০ মুসলিম শহীদ
পরবর্তী নিবন্ধসোমালিয়ার বিভিন্ন রাজ্যে মুজাহিদদের তীব্র লড়াই অব্যাহত: অর্ধশতাধিক শত্রু সৈন্য হতাহত