রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জঘন্য ভাষায় কটূক্তি চুয়েট শিক্ষার্থীর

1
194

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তির ঘটনা একের পর এক বেড়েই চলেছে‌। বৃহস্পতিবার (১৯ জুন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে অশ্লীল ভাষায় জঘন্য কটূক্তি করেছে রুবাইয়াত ফেরদৌস আলভি নামে চুয়েটের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার তার এক ফেসবুক পোস্টে সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মু’মিনীন হযরত আয়শা রাদিআল্লাহু আনহার বিবাহ নিয়ে কুরুচিকর ভাষায় একটি পোস্ট করে। তার ওই পোস্টের সমালোচনা করায় সে দম্ভভরে হুমকিও প্রদান করে।

তার প্রোফাইলে দেওয়া তথ্যানুযায়ী, শাতিম রুবায়েত ফেরদৌস আলভি ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ২০১৮ এসএসসি ও আনন্দমোহন কলেজের ২০২০ অটোপাস ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে চুয়েটের Electronics and Telecommunication Engineering (ETE) ডিপার্টমেন্টের ২০ তম ব্যাচের শিক্ষার্থী।


তথ্যসূত্র:
১. https://tinyurl.com/yfkhxaam

১টি মন্তব্য

  1. শুধুই চাপাতির অভাব! এই নষ্ট সমাজ কখনো আমাদের প্রাণের চেয়েও অনেক অনেক বেশি দামী রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং উম্মাহাতুল মুমিনীনের মর্যাদা বুঝবে না। আজকে প্রকৃত আশেকে রাসূলরা কোথায়? ২/১ টা কীট দ্রুত জাহান্নামে না পাঠালে এরা থামবে না মনে হচ্ছে.. !

Leave a Reply to Abu Marwan প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধত্রাণ নিতে যাওয়া মানুষের ওপর বর্বর ইসরায়েলি হামলা, গাজাজুড়ে শহীদ ৯২
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতের উত্তর প্রদেশে বুলডোজার দিয়ে মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে প্রাশাসন