ইমারতে ইসলামিয়া’কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, বৈশ্বিক কূটনীতিতে আফগানিস্তানের নতুন অধ্যায়

0
164

এবার ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া ফেডারেশন। গত ৩ জুলাই ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ’র সাথে এক বৈঠকে এই ঘোষণা জানিয়েছে কাবুলে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভ।

রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ বলেন, এটি উভয় দেশের পারস্পরিক শ্রদ্ধা, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পাশাপাশি আফগান-রাশিয়া সম্পর্ক জোরদার করার পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। রাশিয়ার এমন বাস্তবসম্মত সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যান্য দেশসমূহের অনুরূপ পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটি উত্তম দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে কাতারে নিয়োজিত ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রদূত সুহাইল শাহিন হাফিযাহুল্লাহ এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে আমরা আরও ভালো সংবাদ শুনতে পাবো বলে প্রত্যাশা করছি। শীঘ্রই অন্যান্য দেশগুলো রাশিয়ার পথ অনুসরণ করে ইমারতে ইসলামিয়াকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

উল্লেখ্য যে, পশ্চিমা মদদপুষ্ট পুতুল সরকারের পতনের পর বিগত ২০২১ সালের আগস্ট মাসে ইমারতে ইসলামিয়ার সরকার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করেছিল। এবার প্রথম দেশ হিসেবে ইমারতে ইসলামিয়া সরকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করল রাশিয়া ফেডারেশন। যা বৈশ্বিক কূটনৈতিক মঞ্চে ইমারতে ইসলামিয়ার অবস্থানে একটি উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Russia officially recognizes Islamic Emirate, Afghan Foreign Ministry says
– https://tinyurl.com/58uey3bf
2. More countries may recognize IEA government following Russia’s lead, says Afghan official
– https://tinyurl.com/yc86whva

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়ায় ভিক্ষাবৃত্তি ও শ্রমের সাথে জড়িত শতাধিক পথশিশুকে স্কুলে ভর্তির উদ্যোগ
পরবর্তী নিবন্ধরাশিয়ায় আফগান দূতাবাসে প্রথমবারের মত ইমারতে ইসলামিয়ার সাদা পতাকা উত্তোলন