‘বর্তমান সরকারের পলিসি জনগণের কাছে একদম পরিষ্কার। নো কিট, নো করোনা। নো টেস্ট, নো করোনা। নো পেসেন্ট, নো করোনা। যে পলিসি করে ইরান ও ইতালি সরকার তাদের দেশের সর্বনাশ করেছে।’
করোনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে এমনটাই বলছিলেন একজন নাগরিক।
তিনি বলেন, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্রুত ছড়িয়ে পড়ার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারিতে রূপ নিয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, দুই মাস সময় পেলেও সরকার এ সমস্যার দিকে কোনো মনোযোগ দেয়নি।’ খবরঃ কালের কন্ঠের
এই নাগরিক বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় খিলগাঁও তালতলার গোরস্থানে গোপনে মরদেহের জানাজা-দাফন করা হচ্ছে। যারা মারা যাচ্ছেন তাদের বাড়ি লকডাউন করা হচ্ছে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে ধর্না দিয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। কি ভীতিকর পরিস্থিতি! ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার খবরের সঙ্গেও সরকারের ব্রিফিংয়ের আকাশ পাতাল ব্যবধান।সরকারের পক্ষ থেকে টানা দুদিন বলা হচ্ছে, দেশে নতুন করে করোনা আক্রান্ত নেই। অথচ পত্র-পত্রিকা, টেলিভিশনসহ মিডিয়ায় প্রতিদিন সর্দি, জ্বর, কাশিতে মারা যাওয়ার খবর দিচ্ছে। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে আজকের খবরের কাগজে। এরমধ্যে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে একজন নারীসহ মারা গেছেন দুজন। ঠাকুরগাঁওয়ের এক অসুস্থ ছেলেকে নিয়ে পাঁচ হাসপাতালে ঘুরেও চিকিৎসা পাননি অসহায় বাবা।’
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই দাবি করে তিনি আরো বলেন, ‘কোথাও সমন্বয় নেই। আক্রান্ত রোগী শনাক্তকরণের পর্যাপ্ত উপকরণ ও ব্যবস্থাপনা দেশে নেই। চিকিৎসকদের রক্ষার ব্যবস্থা নেই। যথেষ্ট মাস্ক, স্যানিটাইজার ও ভেন্টিলেটর নেই। পরীক্ষার ব্যবস্থা ছাড়া সরকার আক্রান্ত সংখ্যার যে তথ্য দিচ্ছে তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না।’
Assalamoalaikom Mojahid ,bhaira,, ki montobbo korbo ar korle kono reply ase???? Onk kosto kore dawah____ a account khule IT bhaider ste jog deyar jnno onorod janai,, but no reply,, baddo hoye DOS attck dei dawah____website a,,, but ALLAH rakhe to mare k,,, amr website banned korar kono iccha chilo na,,, ami sodo apnder ste join korte chai,,
Dekhon bhai tagod sorkar ar golam hacker chorera amder ”’voice of Islam” youtube a report deye banned kore deyese,, akho ki amk niben na,, jodio apnader jota clear korar joggota amr nai,, tobe ami kso na korte prle oo apnader video editing ar maddome ””'(Ekram)””’ korte prbo InshAllah,,,, onk koste bollam kotha gola,, karon ami prai 6 month dore apnader ste kaj korar jonno gortasi facebook,,,etc.. But keo amr kotha sone nai ”’jara sone se tara fb te reply deyese tader ””’c8 kora nised”
Apnara jodi akto kaj korar sojog amk den ta hole ami nijeke lucky mone korbo,,
Korra kotha bolar jnnno khuma parthi,,
”Nischoi apnara Soriyar Prohori”
ALLAH apder kobol korok,.Amin
For contact me fb search Abu Saloh Hafizahullah ,,.
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় ভাই, আপনি আমাদের সাথে যোগাযোগের জন্য আপনার একটি মেইল আইডি দিন নয়তো আমাদের [email protected] মেইলে যোগাযোগ করুন ইনশাআল্লাহ।
ZajakAllah bhai. Apanader mail ar inbox check koren.