করোনা মহামারীতেও থেমে নেই কাশ্মীরে ভারতীয় মালাউন সন্ত্রাসীদের আগ্রাসন, ২ সপ্তাহে ২৬ জনকে গুলি করে হত্যা

0
1306
করোনা মহামারীতেও থেমে নেই কাশ্মীরে ভারতীয় মালাউন সন্ত্রাসীদের আগ্রাসন, ২ সপ্তাহে ২৬ জনকে গুলি করে হত্যা

করোনা মহামারীতেও থেমে নেই কাশ্মীরে ভারতীয় আগ্রাসন। মহামারিতে ভারতজুড়ে আতঙ্ক বিরাজ করছে, এমন পরিস্থিতিতে দখলকৃত কাশ্মীরে গত কয়েক মাস ধরে ‘জঙ্গি’ দমনের নামে সেনা অভিযান চালিয়ে নীরবে মুক্তিকামী ও বিরোধীদের হত্যা করছে মালাউন মোদি সরকার।

বুধবার সোপিয়ানে ফের ভারতীয় মালাউন সন্ত্রাসীদের গুলিতে আপেলবাগানে লুকিয়ে থাকা ৪ মুক্তিকামী নিহত হয়েছেন। এই নিয়ে গত ২ সপ্তাহে ২৬ জন বিদ্রোহী কাশ্মীরিকে গুলি করে হত্যা করা হলো।
গত রোববার থেকে সোপিয়ান এলাকায় ‘জঙ্গি’ নিধনের নামে লাগাতার এনকাউন্টার চালানো শুরু করে ভারতীয় সন্ত্রাসীরা। রোববার সোপিয়ানের জৈইনপোরা এলাকায় সন্ত্রাসীবাহিনীর এনকাউন্টারে ৫ মুক্তিকামী নিহত হয়। এর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সোপিয়ানের পিঞ্জোরা এলাকা আত্মগোপনে থাকা ৪ মুক্তিকামীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সেই ধারা অব্যাহত থাকলো বুধবারও। এই নিয়ে গত ৪ দিনে মোট ১১ মুক্তিকামীকে হত্যা করলো ভারতীয় সেনা।

সোপিয়ান জেলার সুগো হেন্দমা এলাকায় বুধবার সকাল থেকেই এনকাউন্টার শুরু করে সুরক্ষা বাহিনীর। পুলিশের সঙ্গে সেনা যৌথভাবে এই অপারেশন চালায়। কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সুগু এলাকায় চারদিক থেকে ‘জঙ্গি’দের ঘিরে ফেলে অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের যোগী রাজ্যে গরু জবাই করলে দশ বছরের কারাদণ্ড, ৫ লাখ রুপি জরিমানা
পরবর্তী নিবন্ধদিল্লিতে গেরুয়া সন্ত্রাসী মুসলিম গণহত্যা: চার্জশিটে বিজেপি নেতাদের রেহাই, অভিযুক্ত মুসলিম বিক্ষোভকারীরাই