খোরাসান | তালেবানদের সাথে যোগ দিয়েছে কাবুল প্রশাসনের ৮৮৩ জন সামরিক কর্মকর্তা

0
842
খোরাসান | তালেবানদের সাথে যোগ দিয়েছে কাবুল প্রশাসনের ৮৮৩ জন সামরিক কর্মকর্তা

ইমারতে ইসলামিয়ার দাওয়াতুল ইরশাদ কমিশনের এক রিপোর্টে বলা হয়েছে, গত জুলাই মাসে কাবুল প্রশাসনের ৮৮৩ জন কর্মকর্তা ইমারতে ইসলামিয়ায় যোগদান করেছেন।

ইমারতে ইসলামিয়ার দাওয়াহ বিভাগ এবং স্থানীয় মুজাহিদিনের আহ্বানে সাড়া দিয়ে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে ৮৮৩ জন লোক, যারা মুরতাদ কাবুল প্রশাসনের বিভিন্ন বিভাগে কর্মরত ছিল। তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর, তারা এই দুর্নীতিবাজ মার্কিন পুতুল সরকারের অধিনে নিজেদের পদ ত্যাগ করে ইমারতে ইসলামিয়ায় যোগ দিয়েছিল। এসময় তারা বিভিন্ন ধরণের অস্ত্র, যানবাহন এবং বিপুল সংখ্যক গোলাবারুদ মুজাহিদদের হাতে তুলে দিয়েছিলেন।

ইসলামী ইমারাতে যোগদানকারী কাবুল সরকারের এসকল কর্মকর্তারা এই প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা দখলদার বিদেশী বাহিনীর ও কাবুল প্রশাসনের সাথে আর কোনও গোপন সম্পর্ক রাখবে না এবং তারা নিপীড়িত মানুষ এবং মুজাহিদ ভাইদের সহযোগিতা করবেন।

ইসলামী ইমারাতের দাওয়াহ কমিশনের নেতৃত্বে থাকা মুজাহিদগণ তাদের স্বাগত জানিয়েছেন, আর তাদেরকে প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআল-ফিরদাউস সাপ্তাহিকী || সংখ্যা : ৩৩ || আগস্ট ৩য় সপ্তাহ, ২০২০ ঈসায়ী
পরবর্তী নিবন্ধখোরাসান | মুজাহিদদের হামলায় কাবুল সরকারের ৩২ সৈন্য নিহত, গনিমত ৫টি হাম্বী।