ইরানে মুরতাদ শিয়া বাহিনীর উপর হামলা চালিয়েছেন মুজাহিদগণ। এতে ৩ সৈন্য গুরুতর আহত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গত ১১ মে ভোরবেলায়, ইরানের বেলুচিস্তান রাজ্যের পূর্ব জাহদান শহরে দেশটির মুরতাদ শিয়া বাহিনীর উপর সফল হামলা চালিয়েছেন মুজাহিদগণ। মুজাহিদদের দ্বারা চালিত উক্ত অভিযানে ইরানের মুরতাদ শিয়া সেনাবাহিনীর ৩ সেনা গুরুতর আহত হয়েছে।
ইরানের বেলুচিস্তান ও পাক-ইরান সীমান্তবর্তী রাজ্যগুলোতে সক্রিয় আল-কায়েদা মানহাযের জিহাদী গ্রুপ ‘জাইশুল আদল’ এই হামলার দায় স্বীকার করেছে।