ইমারাতে ইসলামিয়ার তালিবান মুজাহিদিনরা খোস্ত প্রদেশের গুরুত্বপূর্ণ এবং কৌশলগত জেলা “বাক” নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা গেছে।
বাক জেলাটি সাবেরি এবং জাজি ময়দান জেলার সীমান্তে অবস্থিত, সেই সাথে এই এলাকার ডুরান্ড লাইন, যা সরকারের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। তালিবানরা বলছেন যে, তাঁরা এসব এলাকা ও জেলাগুলো ইতিমধ্যে দখল করে নিয়েছেন।
তালিবানের একজন কেন্দ্রীয় মুখপাত্র- মুহতারাম জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন: “গত রাতে কাবুল সরকারের ভাড়াটে সেনাদের বাক জেলা কেন্দ্র, পুলিশ সদর দপ্তর এবং খোস্ত প্রদেশের সমস্ত ফাঁড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে জেলাটি এখন সম্পূর্ণরূপে মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে আসে।”
তিনি আরও বলছেন, জেলাটির অধিকাংশ সৈন্যরাই তাদের অস্ত্র রেখে তালিবানদের সাহায্যে এগিয়ে এসেছিল, ফলে অনেক সহজেই জেলাটি বিজয় হয়। এছাড়া অনেক অস্ত্র, যানবাহন, গোলাবারুদ মুজাহিদগণ গনিমত পেয়েছেন।
তালিবানরা জানিয়েছেন, এ অভিযানে কোন মুজাহিদ হতাহত হন নি। এর আগে, সরকারপন্থী মিলিশিয়ারা তালিবান মুজাহিদদের হাতে মুসাখেলো জেলা ছেড়ে পালিয়েছিল।