পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ২টি পৃথক হামলার ঘটনায় পশ্চিমা সমর্থিত ৪ সেনা নিহত এবং আরও ৩ সেনা আহত হয়েছে।
শাহাদাহ্ নিউজ এজেন্সীর তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর বৃহস্পতিবার, সোমালিয়ায় বেশ কিছু অভিযান চালিয়েছেন দেশটির বৃহৎ অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী ও সবাচাইতে প্রভাবশালী ইসলামিক প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব। সেই ধারাবাহিতায় রাজধানীর বারিরী ও ওয়াদজার শহরেও হামলা চালিয়েছেন হারাকাতুশ শাবাব মুজাহিদিন।
এসবের মধ্যে বারিরী শহরে হারাকাতুশ শাবাব কর্তৃক পরিচালিত হামলায় পশ্চিমা সমর্থিত ৩ সেনা নিহত এবং আরও ৩ সেনা আহত হয়। অভিযান শেষে হারাকাতুশ শাবাব মুজাহিদগণ কয়েকটি ক্লাশিনকোভ ও অন্যান্য বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত পয়েছেন।
সূত্রমতে, রাজধানীর বারিরী শহর ও মোরী এলাকায় পশ্চিমা সমর্থিত মুরতাদ সেনাদের দুটি সামরিক ঘাঁটি এবং মিলিশিয়াদের একটি ফুট টহল দলের উপর পরিচালিত হামলায় হতাতের এই ঘটনা ঘটেছে।
একইদিন হারাকাতুশ শাবাব মুজাহিদগণ রাজধানীর ওয়াদজার জেলাতেও অন্য একটি হামলা চালিয়েছেন। যাতে পশ্চিমা সমর্থিত আরও ১ সোমালি সেনা সদস্য নিহত হয়েছে।
নিউজ লিংক:
ভাইরা ফোরামের কি হয়েছে ফোরাম বন্ধ কেন?