টিটিপির এক স্নাইপার অপারেশনেই পাকি-বাহিনীর ১১ সেনা সদস্য হতাহত

আলী হাসনাত

0
622
টিটিপির এক স্নাইপার অপারেশনেই পাকি-বাহিনীর ১১ সেনা সদস্য হতাহত

পাকিস্তানের কুররাম এজেন্সিতে একটি সফল স্নাইপার অপারেশন পরিচালনা করছেন ইসলামি প্রতিরোধ বাহিনী টিটিপি। যাতে ৬ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংবাদ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, গত ২৯ মার্চ পাকিস্তানের কুররাম এজেন্সিতে পাকিস্তান গাদ্দার সামরিক বাহিনীকে টার্গেট করে একযোগে সফল স্নাইপার হামলার ঘটনা ঘটেছে। এটি অঞ্চলটির পাড়া-চিনার এলাকায় সেনাদর একটি টহল দলকে টার্গেট করে চালানো হয়েছে। এই অভিযানে টিটিপির একাধিক স্নাইপার শুটাররা অংশ নিয়েছেন। ফলে তাঁরা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ডজনখানেক সৈন্যকে হত্যা ও আহত করতে সক্ষম হয়েছিল।

প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র মুহাম্মদ খোরাসানী হাফিজাহুল্লাহ্ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানান, মুজাহিদদের বরকতময় উক্ত স্নাইপার অভিযানে ৬ নাপাক সেনা নিহত এবং আরও ৫ নাপাক সেনা গুরুতর আহত হয়।

মুজাহিদদের এই বরকতময় হামলা ইনশাআল্লাহ্‌ ইসলাম ও মুসলিমদের শত্রুদের অন্তরে ভয় সৃষ্টি করতে ভূমিকা রাখবে বলে মনে করেন ইসলামি চিন্তাবীদগণ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামের দ্বিতীয় খলিফা : হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)
পরবর্তী নিবন্ধভারতে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে নামাজ পড়া নিয়ে হিন্দুত্ববাদীদের বিতর্ক