পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোতে দেশটির সামরিক বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়েছে ইসলামি প্রতিরোধ যোদ্ধারা। এতে একডজনেরও বেশি সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
বিবরণ অনুযায়ী, গত ৬ জুন সোমবার দুপুরের কিছুক্ষণ পরে দেশটির ‘ফাদা এন গৌরমা’ এলাকায় একটি অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। যেখানে বুরকিনিয়ান সেনাদের একটি টহলরত দলকে টার্গেট করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরে স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা সেনাদের টার্গেট করে অতর্কিত হামলা চালাতে শুরু করেন। যা আধঘন্টা ধরে চলতে থাকে।
স্থানীয় সূত্র মতে, আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনী ‘জেএনআইএম’ এর বীর যোদ্ধারা অতর্কিত এই হামলাটি চালিয়েছেন। এতে সামরিক বাহিনীর অন্তত ১১ সেনা ঘটনাস্থলেেই নিহত হয় এবং আরও অর্ধডজন সেনা সদস্য আহত হয়, যারা নিজেদের জীবন বাঁচাতে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
অভিযান শেষে প্রতিরোধ বাহিনীর বীর মুজাহিদরা ১২টি AK-প্যাটার্ন রাইফেল, ২২টি ম্যাগ এবং বিভিন্ন ধরনের প্রচুর সংখ্যাক সরঞ্জাম গনিমত পেয়েছেন।
হে আল্লাহ আমাদেরকে তাদের মত সাহসী করে তুলুন।