• ৩০ জন ফিলিস্তিনী বন্দী মুক্তি পাওয়ার পর দখলীকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নিজেদের বাড়িতে ফিরেছেন। এর আগে ২ বিদেশি এবং ১০ ইসরায়েলী বন্দীকে মুক্তি দিয়েছিলেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। গত শুক্রবারের পর থেকে দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত ৫ বার বন্দী বিনিময় হয়েছে।
• ফিলিস্তিনী কিশোর ইসরায়েলের জেল থেকে মুক্তি পাওয়ার পর জানিয়েছেন, দখলদার সন্ত্রাসবাদী ইসরায়েলীরা কারাগারে বন্দীদের মারধর করেছে।
• আন্তর্জাতিক-ফিলিস্তিন শিশু প্রতিরক্ষা অধিকার দল জানিয়েছে, দখলীকৃত পশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী দুই শিশুকে হত্যা করেছে।
• ইসরায়েলের সন্ত্রাসী ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী গাজায় যুদ্ধ বন্ধ করার পরিণামে ইসরায়েলের ‘জোট সরকারকে’ পতনের হুমকি দিয়েছে।
• দখলদার ইসরায়েলে গত সোমবার সফর করেছে ইলন মাস্ক। এ সময় সে সন্ত্রাসী ইসরায়েলের পক্ষে নিজের সমর্থন জানিয়েছে। হামাসের মুখপাত্র উসামা হামদান ইলন মাস্ককে গাজায় সফরের আমন্ত্রণ জানিয়েছেন, যেন সে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার মাত্রা পরিদর্শন করতে পারে।
• মিশরের গোয়েন্দা প্রধান এবং কাতারের কর্মকর্তাদের সাথে কথা বলতে দোহায় সফর করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী সিআইএ প্রধান এবং ইসরায়েলী গোয়েন্দা বাহিনী মোসাদের প্রধান।
• সন্ত্রাসবাদী দখলদার ইসরায়েল দখলীকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। এসময় তারা রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সকেও হাসপাতালে পৌঁছাতে বাধা দিয়েছে।
• গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ধ্বংসস্তুপ থেকে ১৬০ টি লাশ উদ্ধার করেছেন। এর মধ্য দিয়ে গাজায় সন্ত্রাসী ইসরায়েলের চালানো হামলায় নিশ্চিত নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।