সোমালিয়ায় ক্রুসেডার ও মোগাদিশু বাহিনীর ৫টি ঘাঁটিতে আশ-শাবাব মুজাহিদিনের হামলা

0
140

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দখলদার ইথিওপিয়ান ও উগান্ডান বাহিনীর পাশাপাশি স্থানীয় মিলিশিয়া বাহিনীর ৫টি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন।

শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১৫ সেপ্টেম্বর, দক্ষিণ সোমালিয়ার ৩টি রাজ্যে দখলদার ও মিলিশিয়া বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক সামরিক অপারেশন পরিচালনা করেছেন। মুজাহিদিনরা এদিন তাদের প্রথম হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেন জিজু রাজ্যের উদিনলী শহরে অবস্থিত একটি মিলিশিয়া সামরিক ঘাঁটি।

এমনিভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বে রাজ্যের বাইদোয়া শহরের উপকণ্ঠে বারদারী শহরে অবস্থিত মিলিশিয়া বাহিনীর আরও একটি সামরিক ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালান।

একইদিন, মুজাহিদিনরা জুবা রাজ্যের কিসমায়ো শহরে অবস্থিত মোগাদিশু বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করেও হামলা চালান। মোগাদিশু বাহিনীর দক্ষিণাঞ্চলীয় ৩টি ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত এসকল অতর্কিত আক্রমণে অনেক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়েছে।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর বুধবার, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা রাজধানী মোগাদিশুর উপকন্ঠে জানালী জেলায় একটি বড়ধরণের সামরিক অপারেশন পরিচালনা করেন। জেলা শহরে অবস্থিত দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সকাল থেকে প্রায় দুপুর নাগাদ টানা কয়েক ঘন্টা যাবৎ মুজাহিদিনরা সরাসরি তীব্র আক্রমণ চালান। এতে বহু সংখ্যক ক্রুসেডার সৈন্য হতাহত হয় এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

এদিন জিজু রাজ্যের বারদেরী বিমানবন্দরেও আক্রমণ চালান মুজাহিদিনরা। মুজাহিদদের এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বিমানবন্দরে অবস্থিত দখলদার ইথিওপিয়ান বাহিনীর সামরিক ঘাঁটি। ফলশ্রুতিতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইথিওপিয়ান সেনাবাহিনী।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3rae227r
– https://tinyurl.com/3fdzb3ss

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাব মুজাহিদিনের হামলায় ৬ ক্রুসেডার সৈন্য নিহত, আহত আরও ২
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৪র্থ সপ্তাহ, রবিউল আউয়াল ১৪৪৭ ||