ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর অভিযানে বাগলান প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ

0
175

আফগানিস্তানের বাগলান প্রদেশে এক অভিযানে উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর ২১৭ তম ওমার কোরের সদস্যগণ। প্রদেশের পুল-ই-হেসার জেলার নামাক দারেহ গ্রামে এই অভিযান পরিচালিত হয়েছিল। ইমারতে ইসলামিয়ার গোয়েন্দা বিভাগের প্রদত্ত তথ্যের ভিত্তিতে উক্ত অভিযান চালায় ২১৭ তম ওমারি কোর।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৫ টি কালাশনিকভ রাইফেল, ২ টি ডিএসএইচকে মেশিনগান, ১টি পিকে মেশিনগান, ১টি মর্টার বেস, ১টি রকেট লঞ্চার, ১টি ৮২ মিমি কামান, ৫ বক্স জিকোয়াক গোলাবারুদ, ৮৬ রাউন্ড ৮২ মিমি গোলাবারুদ, ৩৩ বক্স ডিএসএইচকে গোলাবারুদ, ১৩১টি রকেট রাউন্ড, ৭৪টি মর্টার রাউন্ড, ১৪টি হ্যান্ড গ্রেনেড ও ৫টি অ্যান্টি-পার্সোনাল মাইন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3sy3839j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে মুসলিম বোনদের উপর হিন্দুত্ববাদী সন্ত্রাসের কালো ছায়া: নববী মানহাজ অনুযায়ী উম্মাহর করণীয়
পরবর্তী নিবন্ধচলতি বছর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে উৎপাদন বেড়ে ধানের ফলন ১,৭৭,৩৬৭ মেট্রিক টন