
পশ্চিম আফ্রিকার দেশ মালির কায়েস এবং সিকাসো রাজ্যে সম্প্রতি ‘জেএনআইএম’ মুজাহিদদিনরা দু’টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এতে দেশটির জান্তা বাহিনীর ১৬ সেনা সদস্য নিহত এবং আরও ৩ সেনা সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা গত ৩০ অক্টোবর সন্ধ্যায়, মালির সিকাসো রাজ্যের নিম্বোফো এলাকায় একটি সামরিক অপারেশন পরিচালনা করেছেন। অভিযানটি উক্ত অঞ্চলে অবস্থিত জান্তা সমর্থিত ডোনজু মিলিশিয়া বাহিনীর একটি সদর দফতর লক্ষ্য করে চালানো হয়েছে। এতে জান্তা সমর্থিত মিলিশিয়া বাহিনীর অন্তত ৯ সদস্য নিহত হয় এবং অন্যরা সদর দফতর ছেড়ে পালিয়ে যায়।
এসময় মুজাহিদিনরা সদর দফতর থেকে গনিমত হিসাবে ৬টি রাইফেল, ২২টি মোটরসাইকেল, ৬ মিলিয়ন আফ্রিকান ফ্রাঙ্ক এবং অন্যান্য বিবিধ জিনিসপত্র গনিমত হিসাবে জব্দ করেছেন।
এদিকে গত ৩১ অক্টোবর সন্ধ্যায়, মুজাহিদিনরা মালির কায়েস রাজ্যের কেন্দ্রীয় শহরের উপকণ্ঠে একটি অভিযান পরিচালনা করেন। শহরের সিগিল এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক টহল দলকে টার্গেট করে উক্ত অভিযানটি চালানো হয়েছে। এতে জান্তা বাহিনীর ৭ সৈন্য নিহত এবং আরও ৩ সৈন্য আহত হয়েছে। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনীর ৫টি মোটরসাইকেলও ধ্বংস করতে সক্ষম হয়েছেন।


