বুরকিনায় জান্তার ১০টি সামরিক ঘাঁটিতে জেএনআইএম এর হামলা: ৬টি সামরিক ঘাঁটি বিজয়

0
229

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর আরো গভীরে হামলা জোরদার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা। ফলে ৫ দিনে দেশটির বিভিন্ন শহরে জেএনআইএম এর অন্তত ১০টি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জান্তা বাহিনী।

আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ১০টি সফল অভিযান পরিচালনা করেছেন। দেশটির কায়া, দেদুগু, ফাদানগোরমা এবং উয়াহিগুয়া রাজ্যের ৮টি শহরে মুজাহিদিনরা এসকল অভিযান পরিচালনা করেছেন।

জেএনআইএম মুজাহিদিনরা উক্ত শহরগুলোতে অবস্থিত জান্তা বাহিনীর ৭টি সামরিক পোস্ট ও ৩টি ব্যারাক লক্ষ্য করে এসল অভিযান পরিচালনা করেছেন। সামরিক অবস্থানগুলোতে মুজাহিদদের তীব্র আক্রমণে অসংখ্য জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।

বুরকিনান জান্তা (সেনা) সদস্যদের এই পলায়নের ফলে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ২টি সামরিক ব্যারাক ও ৪টি পোস্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এসময় সামরিক অবস্থানগুলো থেকে প্রচুর সংখ্যক সামরিক সরঞ্জাম মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন, যার মধ্যে রয়েছে মেশিনগান, আরপিজি, ক্লাশিনকোভ রাইফেল, ম্যাগাজিন, মোটরসাইকেল, রকেট লঞ্চার, পিস্তল এবং গোলাবারুদ বাক্স।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/5au59jxd
– https://tinyurl.com/4kkah7t9
– https://tinyurl.com/39xdfc92
– https://tinyurl.com/3feysvza
– https://tinyurl.com/2s4j4jbn
– https://tinyurl.com/m7m9ftu9
– https://tinyurl.com/8yynrur9
– https://tinyurl.com/48w47f8f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ইসলামি ব্যবস্থাকে দুর্বল করার ষড়যন্ত্র চালাচ্ছে পশ্চিমা শক্তি: মুহাম্মদ খালিদ হানাফি
পরবর্তী নিবন্ধআফগান স্বর্ণ খনিতে বিনিয়োগে বিদেশি কোম্পানিসমূহের জন্য ৫ বছরের কর ছাড়ের ঘোষণা