
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর আরো গভীরে হামলা জোরদার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা। ফলে ৫ দিনে দেশটির বিভিন্ন শহরে জেএনআইএম এর অন্তত ১০টি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জান্তা বাহিনী।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা গত ১৫ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ১০টি সফল অভিযান পরিচালনা করেছেন। দেশটির কায়া, দেদুগু, ফাদানগোরমা এবং উয়াহিগুয়া রাজ্যের ৮টি শহরে মুজাহিদিনরা এসকল অভিযান পরিচালনা করেছেন।
জেএনআইএম মুজাহিদিনরা উক্ত শহরগুলোতে অবস্থিত জান্তা বাহিনীর ৭টি সামরিক পোস্ট ও ৩টি ব্যারাক লক্ষ্য করে এসল অভিযান পরিচালনা করেছেন। সামরিক অবস্থানগুলোতে মুজাহিদদের তীব্র আক্রমণে অসংখ্য জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়।
বুরকিনান জান্তা (সেনা) সদস্যদের এই পলায়নের ফলে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ২টি সামরিক ব্যারাক ও ৪টি পোস্টের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এসময় সামরিক অবস্থানগুলো থেকে প্রচুর সংখ্যক সামরিক সরঞ্জাম মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেন, যার মধ্যে রয়েছে মেশিনগান, আরপিজি, ক্লাশিনকোভ রাইফেল, ম্যাগাজিন, মোটরসাইকেল, রকেট লঞ্চার, পিস্তল এবং গোলাবারুদ বাক্স।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/5au59jxd
– https://tinyurl.com/4kkah7t9
– https://tinyurl.com/39xdfc92
– https://tinyurl.com/3feysvza
– https://tinyurl.com/2s4j4jbn
– https://tinyurl.com/m7m9ftu9
– https://tinyurl.com/8yynrur9
– https://tinyurl.com/48w47f8f


