
ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তান (আইএমপি)র অফিসিয়াল মিডিয়া থেকে “খাইবার অপারেশন-২” নামে ৭ মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে ধারণ করা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে পরিচালিত অসংখ্য স্নাইপার আক্রমণের লাইভ ফুটেজগুলো দেখানো হয়েছে।
ভিডিওতে আইএমপি মুজাহিদদেরকে TL650 থার্মাল এবং M16A4 অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে শত্রু সেনা, অফিসার, নিরাপত্তা ক্যামেরা এবং সামরিক যানে অবস্থান নেওয়া শত্রুদের টার্গেট করে হামলা চালাতে দেখা গেছে। আইএমপি মুজাহিদদের এসকল অভিযানে অসংখ্য শত্রু সৈন্য হতাহতের শিকার হয়েছে।
মুজাহিদদের স্নাইপার আক্রমণের কিছু স্থির চিত্র দেখুন…


