বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণের নামে চাল লুট: চলছে বিক্ষোভ, প্রতিবাদ!

0
745
বাংলাদেশের বিভিন্ন স্থানে ত্রাণের নামে চাল লুট: চলছে বিক্ষোভ, প্রতিবাদ!

বাংলাদেশে করোনাজনিত আপদকালীন ত্রাণের দাবিতে গতকাল শনিবার অন্তত: চার জেলায় পাঁচটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত কর্মহীন দরিদ্র অসহায় মানুষ।

বিক্ষোভ হয়েছে জামালপুরের দু’টি উপজেলায়। সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামের বিক্ষোভকারীরা জানিয়েছেন, করোনার কারণে গ্রামের বেশীরভাগ মানুষ গত দু সপ্তাহ ধরে কর্মহীন। আয়-রোজগার বন্ধ। খাবারও জুটছে না। জরুরি ত্রাণ না পেলে বেঁচে থাকা দায়।

সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার গ্রামের হতদরিদ্য মানুষও রাস্তায় গতকাল সড়কে বিক্ষোভ করেছে খাদ্যের দাবিতে।

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালমারী ইউনিয়নের কর্মহীন দিনমজুরেরা খাদ্য ও জরুরী ত্রাণের দাবিতে গতকাল এরকম বিক্ষোভ করেছে স্থানীয় পশ্চিম পিয়ারপুর ফরাজখাঁ বাজার এলাকায়। মানববন্ধনে বোয়ালী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন এসব মানুষ। কয়েকজন অভিযোগ করেন, গ্রামে কাজ নেই। তাঁরা ঘরবন্দী থেকেও খাদ্যসহায়তাও পাচ্ছেন না।

নীলফামারীর সৈয়দপুর শহরের উত্তরা আবাসন এলাকায় বসবাসরত শহুরে গরীবেরাও খাদ্য ও ত্রাণের দাবিতে রাস্তায় নেমে সামাজিক দূরত্ব বজায় রেখেই বিক্ষোভ করেছে।

এদিকে ত্রাণ না পেয়ে গতকাল দুপুরে নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকারের অফিস ঘেরাও করেছে স্থানীয় কর্মহীন অস্বচ্ছল ৩০০ পরিবারের সদস্যরা

চুরির কারণে সংকট আরো বৃদ্ধি পাচ্ছে: বামদল

তবে বাম জোটের নেতা সাইফুল হক বলেছেন, প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য কিছু নেই। যে সব ত্রাণ বা কম মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে তা যেমন অপ্রতুল তেমনি বণ্টন ব্যবস্থাপনা দলীয়করণ এবং চুরির কারণে সংকট অরো বৃদ্ধি পাচ্ছে।

করোনা রোগীর চেয়ে চাল চোরের সংখ্যা বেশি:

এদিকে বিএনপিও অভিযোগ করেছে, সরকার যে পরিমাণ চাল বিতরণ করছে, তা পর্যাপ্ত নয়। অপরদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর যে সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার চেয়েও চাল চোরের সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।

আজ (রোববার) এক ভিডিও ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গতকাল এক বিবৃতিতে লিবারেল ডেমোক্রাটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ওলি আহমেদ দাবি করেছেন, জাতির এই ক্রান্তি লগ্নে যারা গরীবের হক মেরে খায়, তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত।

সরকারি চাল উদ্ধার

দেশব্যাপী করোনা আতঙ্ক এবং খাদ্যের দাবিতে বিক্ষোভের মাঝেও সরকারি সাহায্য এবং ত্রাণের চাল আত্মসাতের অভিযোগ আসছে বিভিন্ন জেলা থেকে। সরকার দলীয় লোকদের গুদাম বা বাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে ত্রাণের চাল।

সরকারের খাদ্য-বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের দায়ে গতকাল দেশের ছ’টি জেলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতাসহ গ্রেপ্তার হয়েছে সাতজন। উদ্ধার করা হয়েছে প্রায় ৫৫ টন চাল। এ ছাড়া, তিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড হস্তগত করা ও চাল আত্মসাতের দায়ে তিনজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

বগুড়ায় দুই আওয়ামী লীগ নেতা আটক

বগুড়ার নন্দীগ্রামে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে মজুত থাকায় গতকাল শনিবার আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছে পাওয়া গেছে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকায় বিক্রির জন্য) ১৬৮ বস্তা চাল।

এই দুই আওয়ামী লীগ নেতা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান এবং তাঁর সহযোগী নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলী।

এ ছাড়া, বগুড়ার সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ গ্রামের স্থানীয় কৃষকলীগ নেতা মিঠু মিয়ার বাড়ি থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাটে ২৫ টন চাল উদ্ধার

গতকাল শনিবার বিকেলে জয়পুহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও স্থানীয় ডিগ্রি কলেজের শিক্ষক আল ইসরাইলের গুদাম থেকে সরকারি সাহায্যের ২৫ টন চাল উদ্ধার করেছে র‍্যাব। আটক করা হয়েছে আল ইসরাইলকে।

জামালপুর আওয়ামী লীগ নেতার গুদাম থেকে চাল উদ্ধার

গতকাল জামালপুর শহরের নরুনই বাজারে আওয়ামী লীগ নেতার গুদাম থেকে সাত টন সরকারি চাল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে তুলসিচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেনকে।

নেত্রকোনা চাল চুরির অভিযোগে গ্রেপ্তার দুই

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৯০ বস্তা চাল চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডিলার আমিনুর রহমান ও ভাংগারী ব্যবসায়ী সাইফুল মিয়াকে।

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ আটক ৩

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার দিগদাইড় ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ট্রলিচালক উজ্জ্বল ও চাল ব্যবসায়ী চাঁন মিয়া।

ভোলায় ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের পাশের এক বাড়ী থেকে শুক্রবার রাতে ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

সূত্র: পার্সটুডে

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | মুক্তি পেল কান্দাহর জেল হতে কাবুল প্রশাসনের ২০ সৈন্য!
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | জুরমাত জেলায় ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সভা করছেন তালেবান