চলতি মাসে আবারও সীমান্ত সন্ত্রাসী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

0
575

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে ১১টায় সীমান্তের ৩৮০/৪-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। সফিকুল ইসলাম উপজেলার ছোট্ট চড়ই গেদী গ্রামের আব্দুল হকের ছেলে ।

স্থানীয়রা জানায়, নিহত সফিকুলসহ আরও কয়েকজন সকালে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সঙ্গীরা কোন রকমে প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলেই নিহত হন দুই সন্তানের বাবা সফিকুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক প্রধান বলেন, সে নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছে।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র অধিনায়ক লেফন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। আমাদের সময়

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের স্বাধীনতা আন্দোলন দমাতে ভারত যেন প্যালেট গান ব্যবহার না করে: হিউম্যান রাইটস ওয়াচ
পরবর্তী নিবন্ধদায় চাপানোর চক্রে তিতাস-ডিপিডিসি