খোরাসান | অভাবী পরিবারের মাঝে তালেবানদের ‘শীতকালীন সহায়তা’ প্রদান

0
999
খোরাসান | অভাবী পরিবারের মাঝে  তালেবানদের ‘শীতকালীন সহায়তা’ প্রদান

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের আমিরুল মু’মিনিন (সরকার) এর নির্দেশে তালেবানরা কাবুল প্রদেশের পাগমন জেলার অনেক অভাবী পরিবারের মাঝে ‘শীতকালীন সহায়তা’ প্রদান কার্যক্রম শুরু করেছে।

তালিবানের অফিসিয়াল ওয়েবসাইট ‘আল-ইমারার’ এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় তালেবান কর্মকর্তারা শীতকাল উপলক্ষ্যে আফগানিস্তানের বিভিন্ন জেলায়  নগদ অর্থ ও শীতের আসবাব পত্র দরিদ্রদের মাঝে বিতরণ করতে শুরু করেছেন। এরই ধারাবাহিতায় আফগানিস্তানের রাজধানী কাবুল প্রদেশের পাগমন জেলার ৫টি এলাকায় ইতোমধ্যে এই কার্যক্রম সম্পন্ন করেছেন তালেবান মুজাহিদিন। এসব এলাকাগুলোতে মুজাহিদগণ দরিদ্রদের মাঝে ১ বস্তা গম, ১টি কম্বলসহ কিছু শীতকালীন আসবাব পত্র বিতরন করেছেন। এছাড়াও এসব এলাকার জনসাধারণের মাঝে ২ লাখ ২০ হাজার নগদ অর্থও প্রধান করেছেন মুজাহিদগণ।

এর আগে তালেবানরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাগমন জেলার বহু অভাবী ও দরিদ্র পরিবারকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছিলেন।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়ার এই মহান কাজে সামর্থ অনুযায়ী সহায়তা করছে আফগানিস্তানের বড় বড় কিছু প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক সহায়তা সংস্থাও তালেবানদের এধরণের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে তারাও এই কাজে তালেবানদেরকে সাহায্য করছে।

খোরাসান | অভাবী পরিবারের মাঝে  তালেবানদের ‘শীতকালীন সহায়তা’ প্রদান

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকা | মুজাহিদদের থেকে বাঁচতে মুরতাদ বাহিনীর কাছে আইএস সদস্যদের আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধম্যাক্রঁ’র ইসলাম বিরোধী অবস্থানের পর ফ্রান্সের প্রতি ভারতীয়দের সমর্থন