এবার গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলা!

0
655
এবার গাজার উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলা!

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। গাজার বেইত হানুন শহরে ইসলামি প্রতিরোধ আন্দোলন ‘হামাসের’ একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর ইসরাইল বিমান হামলা চালায়। তবে, এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে রকেট হামলার জবাবে তারা বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের আশকেলান শহরের একটি কারখানায় আঘাত হানে। এসময় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। রকেট হামলার কারণে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

গত রোববারও ইসরাইলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছিল।

গাজাভিত্তিক ইসলামি আন্দোলনের সিনিয়র কমান্ডার বাহা আবু আল আতার শাহাদাত বার্ষিকীর সময়ে ইসরাইল এসব হামলা চালালো। গত বছরের ১২ নভেম্বর ইসরাইলি বাহিনী বর্বর হামলা চালিয়ে ৪২ বছর বয়সী কমান্ডার বাহা আবু আল আতা এবং তাঁর স্ত্রীকে হত্যা করে। ওই হামলার শাহাদাত বার্ষিকীতে ইসরাইলের সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। (সূত্র:নয়া দিগন্ত)

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতানোরে নেসকো ও পল্লীবিদ্যুতের ট্রান্সফর্মাতে চুরির হিড়িক!
পরবর্তী নিবন্ধসোমালিয়া | মুজাহিদদের হামলায় ৮ মুরতাদ সদস্য হতাহত