ফ্রান্সে এলোপাতাড়ি গুলি: ৩ পুলিশ নিহত

2
704
নবী অবমাননাকারী দেশ ফ্রান্সে যুবকের এলোপাতাড়ি গুলি: ৩ পুলিশ নিহত

নবি অবমাননাকারী দেশ ফ্রান্সে এবার তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এ ঘটনায় আরো অন্তত একজন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপি এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের কেন্দ্রীয় পুই ডে ডোম এলাকায় বুধবার হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছে। স্থানীয় প্রশাসন হতাহতের বিষয়টি জানিয়েছে।

জানা গেছে, পারিবারিক সহিংসতার ঘটনায় পুলিশের কাছে সহায়তা চেয়ে ফোন করা হয়েছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তোপের মুখে পড়ে। ওই সময় একজন যুবক পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ তিন পুলিশ ঘটনাস্থলেই মারা গেছে।

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন