বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী আহত

0
513
বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনীর গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী আহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপারের ভারতীয় সীমান্তসন্ত্রাসী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৪০) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আহত অবস্থায় কোনো রকমে এপাড়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি মধুপুর গ্রামের মরহুম জাবেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল ইসলামসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে সোমবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮২/৩ সাব পিলারের কাছে এক শ’ গজ বাংলাদেশের ভেতরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার নটোয়াটুলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশী ব্যাবসায়ীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে বাংলাদেশী গরু ব্যবসায়ী তরিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তিনি এপাড়ে পালিয়ে আসতে সক্ষম হন। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকালু মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘ইসরায়েলের সাথে আমিরাতের শান্তিচুক্তি হারাম’-মৌরতানিয়ার ২০০ আলেমের ফতোয়া
পরবর্তী নিবন্ধমিয়ানমারে সেনা অভ্যুত্থান: ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুন নিয়োগ এগারো