পাকিস্তানের বাজৌর এজেন্সিতে সেনাবাহিনীর উপর পরিচালিত হামলায়, ঘটনাস্থলেই এক সেনা সদস্য নিহত হয়েছে।
‘উমর মিডিয়া’ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানী (হাফিজাহুমুল্লাহ)র বরাত দিয়ে জানিয়েছে, গত ৬ মার্চ শনিবার, তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) জানবায মুজাহিদিনরা পাকিস্তানের বাজোর এজেন্সির ওয়ারা ম্যামন্ড সীমান্তে অবস্থিত নাপাক বাহিনীর একটি চৌকিতে হামলার পজিশন নিয়ে অপেক্ষায় ছিলেন।
পূর্ব থেকেই মুজাহিদগণ টার্গেট ঠিক করে অপেক্ষা করতে থাকেন। যখনই মুরতাদ বাহিনীর সদস্যরা কাছে আসতে শুরু করে, সাথে সাথে মুজাহিদগণ তাদের উপর গুলি ছোড়েন। ফলে ঘটনাস্থলেই এক নাপাক সেনা কর্মকর্তা নিহত হয়।