শরীয়াহ প্রতিষ্ঠা রুখতে যুদ্ধে প্রেরণ করা হল তুরস্কের প্রশিক্ষিত ১৫০ সেনাকে

1
1564
শরীয়াহ প্রতিষ্ঠা রুখতে যুদ্ধে প্রেরণ করা হল তুরস্কের প্রশিক্ষিত ১৫০ সেনাকে

তুরস্কে প্রশিক্ষণ শেষে সোমালিয়ায় পৌঁছেছে ১৫০/দেড় শাতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত সোমালী স্পেশাল ফোর্সের সেনাসদস্য। যাদের লক্ষ্য শরীয়াহ প্রতিষ্ঠাকারী শাবাব মুজাহিদদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলা এবং দেশের সিংহভাগ অঞ্চলে প্রতিষ্ঠিত শরীয়াহ’র আইন বিলুপ্ত করা।

সোমালিয়ায় আলকায়দা সমর্থিত আল-শাবাব মুজাহিদদের উত্থান এবং অগ্রযাত্রা ঠেকাতে পশ্চিমা এবং আফ্রিকার অনেক কাফের রাষ্ট্রের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে তুরস্ক। মুরতাদ সোমালিয়া সেনাদের সামরিক ট্রেনিং, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা তথ্য প্রদানসহ সামরিক কৌশল প্রণয়নে এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক কাজ করে যাচ্ছে অনেক বছর ধরেই।

তার অংশ হিসেবে গত ৯ মার্চ সোমালিয়ার রাজধানী মোগাদেশুতে তুরস্ক থেকে বিমান যোগে অবতরণ করেছে প্রায় ১৫০ সোমালিয়া কমান্ডো সেনা। তুরস্কের সামরিক বিভাগের তথ্যা অনুযায়ী, এইসব মুরতাদ সোমালিয়ান সেনাকে তুরস্কের দক্ষিণের একটি প্রদেশ ‘ইসপার্টা’য় একটি সামরিক সেন্টারে সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গতবছরের আগষ্ট মাসে সোমালিয়ার তুরস্কের রাষ্ট্রদূত বলেছিল যে, এইরকম আরো ১৫,০০০-১৬,০০০ সেনা প্রশিক্ষণের পথে রয়েছে।

শরীয়াহ প্রতিষ্ঠা রুখতে যুদ্ধে প্রেরণ করা হল তুরস্কের প্রশিক্ষিত ১৫০ সেনাকে

FB-IMG-1615363261194

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন