ভারতে বসে মহানবীকে নিয়ে বাংলাদেশি হিন্দু যুবকের কটূক্তি

0
966
ভারতে বসে মহানবীকে নিয়ে বাংলাদেশি হিন্দু যুবকের কটূক্তি

ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের এক যুবকের বিরুদ্ধে ভারত থেকে ফেসবুকের একটি পোস্টে মহানবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে উঠেছে।

জানা যায়, বানেশ্বরদী গ্রামের অনিল বালার ছেলে তপু বালা (২১) তার ফেসবুক আইডি হতে নুর আহম্মেদ নামে এক ফেসবুক পেজের একটি পোস্টে মহানবী হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে আশেপাশের কয়েক গ্রামের আলেম ওলামা ও মুসল্লিরা তপুর বাড়িতে আসেন। তারা তপুর বাবা অনিল বালাকে বিষয়টি জানান। এ সময় ওই এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

অনিল বালা জানায়, তার ছেলে তপু বালা বর্তমানে ভারতের মহারাষ্ট্রে বসবাস করছে। তার ছেলের উগ্র উচ্ছৃঙ্খল জীবনযাপনের কথাও স্বীকার করেছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন