টিটিপির অধীনে প্রতিরোধ বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১টি

আলী হাসনাত

3
1688
টিটিপির আমীর মুফতি আবু মনসুর আসিম (নূর ওয়ালি মেহসুদ) হাফিজাহুল্লাহ
সুবিধামত ফন্ট ছোট বড় করুনঃ

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান ভিত্তিক আরও একটি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তানে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে টিটিপিতে একীভূত হওয়া প্রতিরোধ বাহিনীর সংখ্যা দাড়িয়েছে ৪১টিতে।

স্থানীয় সূত্রমতে, গত ২১ মার্চ পাকিস্তানের বান্নু প্রদেশ থেকে নতুন একটি দল টিটিপিতে একীভূত হয়েছে। কমান্ডার হাজি আফতাব দাওয়ারের নেতৃত্বে উত্তর ওয়াজিরিস্তান ভিত্তিক উক্ত প্রতিরোধ বাহিনীটি টিটিপিতে যোগদানের ঘোষণা দিয়েছে।

এর মাধ্যমে তারা টিটিপি আমির মুফতি আবু মনসুর আসিম (নূর ওয়ালি মেহসুদ) হাফিজাহুল্লাহ্ এর প্রতি আনুগত্যের বাইয়াত দিয়েছেন। সেই সাথে তারা টিটিপির সমস্ত আইন ও আদেশ শরিয়ার আলোকে সম্পূর্ণরূপে মেনে চলবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এই উপলক্ষ্যে টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানী (হাফিযাহুল্লাহ) পাকিস্তানে কর্মরত সকল ইসলামি দলগুলোকে টিটিপিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। সেই সাথে এক আমীর ও এক পতাকাতলে পাকিস্তানের জিহাদে অংশগ্রহণ করার আবেদন করেন।

3 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ সোমালিয়ায় সামরিক ঘাঁটি বিজয়: ১০ অফিসারসহ ২৮ শত্রুসেনা নিহত
পরবর্তী নিবন্ধতুর্কি বর্ডার গার্ডের পাশবিকতা: অনুপ্রবেশকারীকে খুন করে অঙ্গ অপসারণ