সোমালিয়ায় শাবাবের পৃথক অভিযানে অন্তত ১৮ সেনা হতাহত

0
182

আল-কায়েদা পূর্ব আফ্রিকা সংশ্লিষ্ট প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। সোমালিয়ার জুবা ও বে রাজ্যে দলটির মুজাজিদদের ২টি পৃথক অভিযানে অন্তত ৯ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

শাহাদাহ এজেন্সির সূত্রে জানা যায়, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১৫ সেপ্টেম্বর সকালে, সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বে রাজ্যের বাইদোয়া শহরে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি এই অঞ্চলে ইসলামি শরিয়াহ শাসনের বিরুদ্ধে লড়াইরত মোগাদিশুর সরকারি বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়। এতে শত্রু বাহিনীর ২ কর্মকর্তা সহ অন্তত ৭ সৈন্য নিহত হয়, আহত হয় আরও ১ কর্মকর্তা সহ ৭ সেনা সদস্য। এসময় মুজাহিদগণ হতাহত সেনাদের অস্ত্রগুলো বাজেয়াপ্ত করেন।

এমনিভাবে গত ১৬ সেপ্টেম্বর জুবা রাজ্যের হানী-আব্দী এলাকায়ও একটি সফল অপারেশন পরিচালনা করেন মুজাহিদগণ। অভিযানটি মোগাদিশু সরকারের অনুগত মিলিশিয়া বাহিনীর একটি সমাবেশস্থল লক্ষ্য করে চালানো হয়। ফলশ্রুতিতে ২ মিলিশিয়া সদস্য নিহত এবং অন্য ২ সদস্য আহত হয়।

উল্লেখ্য যে, এসময়ের মাঝে হারাকাতুশ শাবাব যোদ্ধারা রাজধানী মোগাদিশু সহ দেশের বিভিন্ন স্থানে অন্তত আরও ৯টি পৃথক সামরিক অপারেশন পরিচালনা করেছেন। ফলে মুজাহিদদের এসকল অভিযানেও আরও অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপালিয়ে ভারত যাবার সময় সীমান্তে আটক ৭১ টিভির মোজাম্মেল ও শ্যামল দত্ত
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২০ জন নিহত