গাজার বীর মুজাহিদদের আক্রমণে ৩ ইসরায়েলি সৈন্য নিহত, আহত ৬

0
70

গাজায় সামরিক দখলদারিত্ব অব্যাহত রাখা জায়োনিস্ট ইসরায়েলি সেনাবাহিনী প্রতিদিন নতুন নতুন আক্রমণের শিকার হচ্ছে। সেই ধারাবাহিকতায় ৪ জুলাই (শুক্রবার), ইসরায়েল ঘোষণা করেছে যে, গাজায় প্রতিরোধযোদ্ধাদের অভিযানে নতুন করে আরও ৩ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতি থেকে জানা যায়, উত্তর গাজায় আল-কাসসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীর সামরিক যানগুলো লক্ষ্য করে শক্তিশালী রিমোট কন্ট্রোল মাইন বিস্ফোরণ ঘটিয়েছেন। মুজাহিদদের উক্ত মাইন বিস্ফোরণে জায়োনিস্ট বাহিনীর ১টি সামরিক যান ধ্বংস হয়ে যায়, ফলশ্রুতিতে সাঁজোয়া যানে থাকা জায়োনিস্ট সৈন্যরা হতাহতের শিকার হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, মুজাহিদদের এই অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর সাঁজোয়া ইউনিটের সদস্য সার্জেন্ট ইয়ানিভ মিচালোভিৎজ নিহত হয়েছে। সামরিক ট্যাংক লক্ষ্য করে মুজাহিদদের মাইন বিস্ফোরণের ঘটনায় আরও ৪ সৈন্য গুরুতর আহত হয়েছে, এই হামলায় আহতদের আঘাত মারাত্মক ছিলো বলে জানা যায়।

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, শুক্রবার সকালে গাজার বেইত হানুনে মুজাহিদদের অন্য একটি অভিযানে আরও এক জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। ইয়ার এলিয়াহু নামক নিহত এই জায়োনিস্ট সৈন্য ছিলো ইসরায়েলের যুদ্ধ প্রকৌশলী ইউনিটের সদস্য।

শুক্রবার বিকেলে, ইসরায়েল ঘোষণা করেছে যে, এদিন মুজাহিদদের হামলায় গাজায় তৃতীয় আরেক জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, হামলাটি জায়োনিস্ট বাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে রকেট নিক্ষেপের মাধ্যমে চালানো হয়েছে। আর উক্ত রকেট হামলার ঘটনায় জায়োনিস্ট বাহিনীর ৫৩তম আর্মার্ড ব্রিগেডের আসাফ জামির নামে এক সৈন্য নিহত হয়েছে। এছাড়াও হামলায় আরও ২ সৈন্য গুরুতর আহত হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4vbhkxyn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৮৫ হাজার টন বোমা ফেলেছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধমালি || রাশিয়ার সামরিক ঘাঁটি ও কনভয়ে মুজাহিদদের হামলা: ১৯ রুশ সৈন্য নিহত, আহত ১৪