
ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের নেতৃত্বাধীন প্রশাসন দখলকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাতমালু এলাকায় একটি মদের দোকান খোলার উদ্যোগ নিয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার ব্যবসায়ীরা তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা বলছেন, এটি কাশ্মীরের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত।
৪ জুলাই থেকে ধর্মঘট শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে বাতমালু ট্রেডার্স অ্যাসোসিয়েশন ও স্ট্রিট ভেন্ডর ইউনিয়নের সদস্যরা। তারা প্রশাসনের সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছেন। অন্যথায় আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যবসায়ীরা বলেন, কাশ্মীর বর্তমানে মাদকাসক্তির বিরুদ্ধে লড়াই করছে। এই সময়ে মদের দোকান খোলার সিদ্ধান্ত সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার ষড়যন্ত্র। তারা বলেন, ‘আমরা নেশার বিরুদ্ধে লড়ছি, অথচ প্রশাসন এখন মদ চাপিয়ে দিচ্ছে।’
হুরিয়ত নেতা ও প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমার ফারুক বলেন, ‘এই সিদ্ধান্ত আমাদের ধর্ম, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে আঘাত হানে।’ তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘কাশ্মীরি মুসলিমদের আবেগকে অগ্রাহ্য করা যাবে না।’
প্রতিবাদকারীরা বলেন, এটি শুধু ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে নয়। এটি একটি পরিকল্পিত সামাজিক অবক্ষয়ের কৌশল। কাশ্মীরিরা এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না। প্রশাসন যদি দাবির প্রতি শ্রদ্ধা না দেখায়, তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
তথ্যসূত্র:
1. Srinagar traders protest against opening of liquor shop , call it assault on Kashmiri culture
– https://tinyurl.com/3y36f9s6