
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে আনুষ্ঠানিক সম্পর্কে জড়িত হওয়া একটি অনিবার্য বাস্তবতার স্বীকারোক্তি। সম্প্রতি একটি এক্স পোস্টের বিবৃতিতে এই মন্তব্য করেছেন ইমারতে ইসলামিয়ার সিনিয়র সদস্য আনাস হাক্কানি হাফিযাহুল্লাহ। তিনি চাপিয়ে দেয়া নীতির পরিবর্তে সংলাপ ও সহযোগিতা ভিত্তিক নীতি অনুসরণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ইমারতে ইসলামিয়া হল একটি আন্দোলনের নাম, যা আফগান জাতির বিশ্বাস ও আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে প্রকাশ পেয়েছে। ঈমানদার আফগান জাতির অন্তর থেকে এই আন্দোলনের বহিঃপ্রকাশ।
ইমারতে ইসলামিয়ার দুই পর্যায়ের শাসনকাল উল্লেখ করে তিনি বলেন, প্রথম পর্যায়ে যুদ্ধবাজদের অনিষ্টতা থেকে আফগান জাতিকে মুক্ত করেছিল ইমারতে ইসলামিয়া। ২য় পর্যায়ে, তারা আফগানিস্তানের স্বাধীনতা পুনরুদ্ধার করেছেন।
এছাড়া তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনে ইমারতে ইসলামিয়ার উত্থান ছিল আফগানবাসীর স্বপ্নপূরণ, অন্যান্য দেশের নাগরিকগণ তালিবান উত্থানের এই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।
তথ্যসূত্র:
1. Recognition of the Islamic Emirate is ‘acknowledgment of an undeniable reality’: Anas Haqqani
– https://tinyurl.com/3pe3st5e