পশ্চিম আফ্রিকার দেশ মালির সেগু অঞ্চলে স্থানীয় সন্ত্রাসবাদী মিলিশিয়াদের উপর হামলা চালিয়েছেন আল-কায়েদা (JNIM) মুজাহিদিন। এতে কমপক্ষে ১৬ মিলিশিয়া সদস্য নিহত হয় এবং মুজাহিদগণ প্রচুর অস্ত্র গনিমত লাভ করেন।
আঞ্চলিক রিপোটারদের তথ্য মতে, আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামায়াত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের আঞ্চলিক শাখা “কাতিবা মাসিনা” ব্রিগেডের জানবায মুজাহিদিনরা গত ৭ আগস্ট ২০২১ ঈসায়ী, দেশটির “ডোনসো” নামক একটি সন্ত্রাসবাদী মিলিশিয়া গ্রুপের উপর সফল হামলা চালিয়েছেন। মুজাহিদদের পরিচালিত উক্ত সফল হামলায় ১৬ সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। মুজাহিদিনরা হামলার পর ১২টি রাইফেলসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র গণিমত লাভ করেন।
সূত্র জানায়, মালির সেগু রাজ্যের ডিওনকেবাউগু এলাকায় সন্ত্রাস বিরুধী এই অভিযানটি চালিয়েছিলেন মুজাহিদগণ।
জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মালিতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিবৃতি দিয়ে সন্ত্রাসী, চোর-ডাকাত ও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।