দুই মাসে টিটিপির হাতে ৩৫৮ পাক সেনা হতাহত

0
863

পাকিস্তানের বৃহত্তম সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী হচ্ছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সম্প্রতি দলটির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তাদের সামরিক অভিযানের কিছু পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে চলতি বছরের এপ্রিল ও মে মাসে পাকিস্তান জুড়ে টিটিপি পরিচালিত অভিযানগুলোর বিবরণ প্রকাশ করা হয়েছে।

টিটিপি কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এপ্রিল ও মে মাসে মুজাহিদদের অভিযানগুলোতে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৩৫৮ সেনা হতাহত হয়েছে। এর আগে চলতি বছরের প্রথম ৩ মাসে টিটিপির হাতে পাকিস্তান বাহিনীর হাতাহতের সংখ্যা ছিলো ৩৬৪ জন।

অভিযানগুলোর বিস্তারিত পরিসংখ্যান টিটিপির অফিসিয়াল অ্যাকাউন্ট ও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে মুজাহিদদের অপারেশনগুলোর প্রকৃতি, অবস্থান এবং শত্রু বাহিনীর ক্ষয়ক্ষতির বিবরণ দেখানো হয়েছে।

টিটিপির বর্ণনা অনুযায়ী, গত মে মাসে পাকিস্তানের ৭টি প্রদেশে সশস্ত্র বাহিনীগুলোর উপর মোট ৭৬টি অপারেশন চালিয়েছে তারা। এর আগে, গত এপ্রিল মাসেও দেশটির ৭টি প্রদেশে আরও ৪৮টি সামরিক অপারেশন পরিচালনা করেছেন মুজাহিদগণ।

এসব অভিযানের মধ্যে ৮টি টার্গেট কিলিং, ১৩টি গেরিলা যুদ্ধ, ১১টি সম্মুখ লড়াই, ৩৩টি স্নাইপার অপ্স, ১৪টি অতর্কিত অপারেশন, ১৯টি বোমা বিস্ফোরণ, ২২টি জবাবি অভিযান ও ২টি মিসাইল হামলা অন্তর্ভুক্ত রয়েছে।

মে মাসে টিটিপির অভিযানে পাক বাহিনীর ৮৭ সদস্য নিহত এবং আরও ১১৯ সদস্য আহত হয়েছে। আর এপ্রিল মাসে নিহত হয়েছে ৭০ জন এবং আহত হয়েছে আরও ৮২ পাক সেনা। সব মিলিয়ে দুই মাসে মোট ১৫৭ সেনা নিহত এবং ২০১ সেনা আহত হয়েছে।

এছাড়াও, মুজাহিদদের দেওয়া তথ্যমতে, টিটিপির বীরত্বপূর্ণ এসব অভিযানে শত্রু বাহিনীর ২টি সামরিক পোস্ট, ১১টি সাঁজোয়া যান এবং ১৪টি নজরদারি ক্যামেরা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আরও অনেক সামরিক সরঞ্জাম পুড়িয়ে দিয়েছেন মুজাহিদগণ। আর গনিমত হিসাবে এসএমজি বন্দুক, ক্লাশিনকোভ, রাইফেল, আমেরিকান নাইট ভিশন, এলজি অস্ত্র এবং গ্রেনেডসহ অসংখ্য গোলাবারুদ মুজাহিদদের হস্তগত হয়।

উল্লেখ্য যে, পূর্বের যেকোনো সময়ের তুলনায় টিটিপি বর্তমানে অনেক বেশি সুসংগঠিত। তাদের অধীনে বর্তমানে পাকিস্তানের ছোট-বড় ৪৫টি জিহাদি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় আশ-শাবাব: ২টি এলাকা বিজয়, ৩৬ শত্রুসেনা হতাহত
পরবর্তী নিবন্ধমালিতে জাতিসংঘের সামরিক কনভয়ে অ্যাম্বুশ: ৯ সেনা হতাহত