ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৫ ডিসেম্বর, ২০২৩

- সাইফুল ইসলাম

0
358

• হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালানো বন্ধ না করলে ইসরায়েলের সাথে আর কোনো বন্দী মুক্তি নিয়ে আলোচনা হবে না।

• সন্ত্রাসী ইসরায়েল দক্ষিণ গাজার খান ইউনিসে স্থল অভিযান চালাচ্ছে। দেইর আল বালাহতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

• সন্ত্রাসী ইসরায়েল মধ্য ও দক্ষিণ গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে।

• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, তাদের ধারণা, আগামী দিনগুলোতে রাফাহ এলাকাতে আরও দশ লক্ষাধিক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আসবেন। বর্তমানে হাজার হাজার ফিলিস্তিনি সাহায্যহীন অবস্থায় রাস্তায় রাতযাপন করছেন। সংস্থাটির প্রধান বলেছে, গাজায় অবরোধ আরোপের কারণে বিশাল সংখ্যক মানুষ মারা যেতে পারে।

• সন্ত্রাসী নেতানিয়াহু আবারও বলেছে যে, যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। আর এই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীই নাকি গাজার ‘বেসামরিকীকরণ’ নিশ্চিত করতে পারবে।

• দক্ষিণ সীমান্তে ইসরায়েলি হামলায় লেবাননের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটি। দুই মাসের যুদ্ধে এই প্রথম লেবাননের কোনো সেনা নিহত হলো।

• সন্ত্রাসী ইসরায়েলের নেতারা বলেছে, ইসরায়েলি সকল বন্দীদের মুক্তি ও গাজায় হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

• যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে, দখলীকৃত পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি দখলদারদের উপর তারা ভিসা নিষেধাজ্ঞা দেবে। অথচ এই যুক্তরাষ্ট্রই ফিলিস্তিনিদের হত্যা করতে ইসরায়েলকে সর্বরকম সহযোগিতা করছে। তাই, যুক্তরাষ্ট্রের এই ঘোষণাকে প্রতারণা ও তামাশা ছাড়া আর কিছু বলার সুযোগ নেই।

• আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ এবং অন্য ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীগুলো গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর উপর তীব্র হামলা চালিয়েছেন। আল-কাসসাম ব্রিগেডের হামলায় দখলদার বাহিনীর ২৪টি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। ১৮ দখলদার সৈন্যকে সরাসরি টার্গেট করে হামলা চালিয়েছেন, ৮ দখলদারকে স্নাইপার হামলা চালিয়ে হতাহত করেছেন।

• এছাড়া ইসরায়েলি স্পেশাল ফোর্সের একটি বাড়ি গুড়িয়ে দিয়েছেন আল-কাসসাম ব্রিগেড। সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর উপর তাদের অবস্থানরত অঞ্চলেও হামলা চালিয়েছেন মুজাহিদগণ।

• সন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ১৬ হাজার ২৪৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে নবী (ﷺ)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট, মুসলিম ছাত্রদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধইসলামি বিশ্ব উলামা জোটের প্রতিনিধি দলের সাথে আফগান প্রধানমন্ত্রীর সাক্ষাৎ