সোমালিয়ার রাজধানী মোগাদিশু ছেড়ে আসা উগান্ডান ক্রুসেডার বাহিনীর সরবরাহ কনভয় লক্ষ্য করে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৮ জানুয়ারি বুধবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর দক্ষিণের আফগোয়ে শহরে একটি সামরিক কনভয় লক্ষ্য করে পরপর ৫টি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। দখলদার উগান্ডান বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বোঝাই উক্ত সরবরাহ কনভয়টি যখন রাজধানী মোগাদিশু ছেড়ে আফগোয়ে শহরের “লান্তা বুউরা” নামক এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই মুহুর্তে শাবাব মুজাহিদিনরা কনভয়টি লক্ষ্য করে বোমা হামলা চালানো শুরু করেন।
সূত্রমতে, মুজাহিদিনরা প্রথমেই কনভয়ে থাকা শত্রু বাহিনীর সামরিক সরঞ্জাম বোঝাই সামরিক যানগুলো লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটান। এরপর অন্যান্য গাড়িগুলো লক্ষ্য করেও একে একে ৫টি বিস্ফোরণ ঘটান। এতে শত্রু বাহিনীর সামরিক সরঞ্জাম বোঝাই কয়েকটি গাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে উগান্ডান বাহিনীর মাইন ডিটেক্টর অফিসার সহ অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও ৭ এরও অধিক সৈন্য আহত হয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3n52kz5r