বুরকিনায় শত্রু বাহিনীর ৮টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা

0
0

আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, সম্প্রতি দলটির মুজাহিদিনরা বুরকিনা ফাসোর জান্তা বাহিনীকে হটিয়ে ৩টি সামরিক ফাঁড়ি এবং ৫টি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৩১শে ডিসেম্বর বুধবার, জেএনআইএম মুজাহিদিনরা বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যে ৪টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এসময় মুজাহিদিনরা জান্তা বাহিনীকে হটিয়ে রাজ্যের মাদোবা, ইওরনা এবং তৌবা এলাকায় অবস্থিত ৩টি শত্রু সামরিক ফাঁড়ির নিয়ন্ত্রণ নিয়েছেন। এদিন রাজ্যের বোনি এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক চৌকিরও নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।

এদিকে গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যায়, জেএনআইএম মুজাহিদিনরা দেদুগু রাজ্যের বোরো এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করেন। এই অভিযানের মাধ্যমে মুজাহিদিনরা জান্তা বাহিনীর একটি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন।

এর আগে গত ২৬শে ডিসেম্বর বিকালে, জেএনআইএম মুজাহিদিনরা গিনি সীমান্তবর্তি বুরকিনা ফাসোর কালানা এলাকায় জান্তা বাহিনীর একটি সোনার খনিতে আক্রমণ চালান। এসময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে দুই চীনা প্রকৌশলীকে বন্দী করেন। পরে মুজাহিদিনরা সোনার খনির নির্মাণ সরঞ্জাম ধ্বংস এবং জান্তা সদস্যদের তাবুতে আগুন ধরিয়ে দেন।

এদিন রাতের বেলায় মুজাহিদিনরা উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর ৩টি চেকপয়েন্টেও আক্রমণ চালান এবং অস্থায়ীভাবে সেগুলোর নিয়ন্ত্রণ নেন। জেএনআইএম মুজাহিদিনরা এই অভিযানগুলো শেষে জান্তা বাহিনীর সামরিক অবস্থান এবং সোনার খনি থেকে প্রচুর পরিমাণ গনিমত লাভ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/56hna4dh
– https://tinyurl.com/4vkzptap
– https://tinyurl.com/28eszddr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদি হত্যাকাণ্ডে প্রধান আসামির সহযোগী সঞ্জয়-ফয়সালের দায় স্বীকার