মুসলিম পরিচয়ে এনআইডি তৈরি করে মুসলিম মেয়েদের ভাগোয়া লাভ ট্রাপে ফেলতো হিন্দু যুবক

0
38

মুসলিম পরিচয় ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি মুসলিম মেয়েদের ভাগোয়া লাভ ট্রাপে ফেলার সাথে জড়িত এক ইসকন সদস্যকে আটক করা হয়েছে। সম্প্রতি অসংখ্য মুসলিম নারীদের ছবিসহ তাকে আটক করে জনতা, পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গত ২০ জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক যুবকের কাছে দুটি ভিন্ন পরিচয়ের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এনআইডিতে তার নাম শ্রী জয় বিশ্বাস, পিতার নাম শ্রী গৌরাঙ্গ বিশ্বাস এবং মাতার নাম শ্রীমতি মনিকা বিশ্বাস রয়েছে। ছদ্ম পরিচয় ধারণ করা এনআইডিতে সে নিজেকে মোঃ জয় শেখ নাম ব্যবহার করেছে, যেখানে পিতা আব্দুল মালেক শেখ ও মাতা মোছাঃ মনিকা বেগম উল্লেখ রয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে।

ভিডিওতে এ হিন্দু যুবক কয়েকজন মুসলিম নারীর সাথে সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে। তবে, আটকের সময় তার মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস থেকে অসংখ্য মুসলিম মেয়েদের ছবি উদ্ধার করা হয়েছে, যেগুলো প্রতারণা ও ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।


তথ্যসূত্র:
১। একাধিক মুসলিম নারীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
– https://tinyurl.com/mry9bjrn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার বিশেষ ইউনিটের অভিযানে লাঘমান প্রদেশে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যের কৌশলগত কাদা উপদ্বীপের সকল সামরিক ঘাঁটি আশ-শাবাবের পূর্ণ নিয়ন্ত্রণে; নিহত কয়েক ডজন মিলিশিয়া