আফগানিস্তানের কয়েকটি প্রদেশে হামলাঃ ২৬ কুফফার নিহত ও ২৬ সেনার আত্মসমর্পণ।

0
531
আফগানিস্তানের কয়েকটি প্রদেশে হামলাঃ ২৬ কুফফার নিহত ও ২৬ সেনার আত্মসমর্পণ।

 

আজ ২৮শে জুলাই ২০১৯ ঈসায়ীতে বাগলান, লওগর, পাক্তিকা, গজনী, বলখ, কাবুল, পারওয়ান ও পাক্তিয়া প্রদেশে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবাজ তালেবান মুজাহিদগণ আফগান মুরতাদ বাহিনীর ২৬ মুরাতদ সেনাকে হত্যা করেছেন; অপরদিকে, খোস্ত প্রদেশে আরো ২৬জন নিরাপত্তা কর্মী মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তালেবানদের অফিসিয়াল সাইট ‘আল-ইমারাহ্’ বার্তা সংস্থার বরাতে জানা যায়, আজ ২৮শে জুলাই, ইমারাতে ইসলামিয়ার বীর তালেবান মুজাহিদগণের বেশ কয়েকটি হামলায় বাগলান প্রদেশে ৩ মুরতাদ সেনা নিহত ও ২ সেনা আহত, পাক্তিয়া প্রদেশে ৩ সেনা নিহত ও ২ পুলিশ আহত, কাবুল প্রদেশে ৫ সেনা নিহত ও ৪ সেনা আহত, পারওয়ান প্রদেশে ৪ মুরতাদ পুলিশ আহত, পাক্তিকা প্রদেশে ২ সেনা নিহত ও ৫ সেনা আহত, লওগর প্রদেশে ১০ সেনা নিহত ও ১০ সেনা আহত এবং গজনী প্রদেশে ১ সন্ত্রাসী নিহত ও ১ সন্ত্রাসী আহত হয়েছে।

ঐ সকল হামলায় মুজাহিদগণ, ২টি ক্লাশিনকভ, ১টি ভারী মেশিনগান ও ১টি রকেট লাঞ্চার গণিমত হিসাবে লাভ করেছেন।

বিপরীতে, দুশমনদের পাল্টা আক্রমণে ২জন বীর মুজাহিদ শাহাদাত বরণ করেছেন।

এদিকে, খোস্ত প্রদেশের নাদারশাহ জেলা থেকে ২৬জন নিরাপত্তা কর্মী নিজেদের কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের তুখার ও বলখ প্রদেশে শত্রুঘাটি বিজয়, ৫৭ মুরতাদ সেনা হতাহত।
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে তালেবান মুজাহিদদের হামলায় ২০ সন্ত্রাসী নিহত ও ১০ সেনার আত্মসমর্পণ।