থার্টিফার্স্ট নাইটে অসামাজিক কার্যকলাপ ধরা খেলো সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা

0
1180
থার্টিফার্স্ট নাইটে অসামাজিক কার্যকলাপ ধরা খেলো সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা

থার্টিফার্স্ট নাইটে পিকনিকের নামে অসামাজিক কার্যকলাপ আর মাদক সেবনের আসর বসেছিল রাজশাহী মহানগরীর একটি বাড়িতে। সন্ত্রাসী আওয়ামী লীগের এক নেতাসহ এদের মধ্যে তিনজন তরুণীও রয়েছে। বাড়িটি থেকে মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিডি প্রতিদিনের বরাতে জানা যায়, ধরা খাওয়া আওয়ামী লীগ নেতার নাম মেহেদী হাসান রনি (৩২)। তিনি রাজশাহী নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অন্যরা হলেন মো. রুমেল (৩৫), মনিরুল হক (৩৬), রিপন আলী (৩২), পিয়াল মাহমুদ (২২), আলেয়া রহমান (১৯), আজমিরি খাতুন (২০) এবং মাহি আক্তার স্মৃতি (২০)।

নগরীর পঞ্চবটি এলাকায় রুমেলের বাড়ি থেকে তাদেরকে পাওয়া যায়।

নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। স্থানীয় মানুষ বাড়িটি থেকে ২ বোতল বিদেশি মদ, ২ বোতল দেশি মদ, ১৩ পিস ইয়াবা বড়ি এবং মাদকসেবনের নানা উপকরণ দেখতে পায়। বাড়িটিতে পিকনিকের নামে মাদক সেবনের আসর বসেছিল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরেলের ভাড়া ও গ্যাসের দাম বাড়িয়ে নববর্ষের উপহার দিল সন্ত্রাসী মোদি
পরবর্তী নিবন্ধচীনে বন্দিশিবিরে আটক মুসলিম নারীদের জোর করে গর্ভপাত!