‘ভারতে একমাত্র হিন্দুদের ক্ষমতায়নের লক্ষ্যেই কাজ করতে হবে’- বিতর্কিত মন্তব্য আরএসএস নেতার

0
1146

ভারত ও হিন্দু পৃথক নয়। ভারতে কাজ করতে হলে হিন্দুদের ক্ষমতায়নের লক্ষ্যেই কাজ করতেই হবে।’  মন্তব্য  করেছে আরএসএস-এর সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশি।

গত শনিবার পানাজিতে দু’দিনব্যাপী আরএসএস কনক্লেভ ‘বিশ্বগুরু ভারতে’ বক্তব্য পেশ করেন ভাইয়াজি যোশি। সেখানেই এদেশে কাজ করার ‘গাইড লাইনে’র ঘোষণা করেন তিনি। আরএসএস সাধার সম্পাদক বলেছেন, ‘আমরা এই সভ্যতার সাক্ষী হয়েছি, এই সভ্যতা যা ভারতের উত্থানের এক হাজার বছরেরও বেশি পুরনো। হিন্দুদের জন্যই ভারতের অস্তিত্ব এখনও রয়েছে। ভারতকে হিন্দুদের থেকে পৃথক করা যায় না। এ দেশের কোটি কোটি মানুষ হিন্দু। তাই যে বা যারা এই দেশে কাজ করতে চায় তাঁকে বা তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যেই কাজ করতে হবে।’ এখানেই থেমে না থেকে ভাইয়াজি যোশীর সংযোজন, ‘এদেশে কাজ করতে হলে- হিন্দুদের পক্ষে কাজ করতে হবে, হিন্দু সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আরও শক্তিশালী করতে হবে এবং হিন্দু-সমাজের সচেতনতা তৈরি করতে হবে।’

‘হিন্দু’ ও ‘হিন্দুত্বে’র পক্ষে কথা মানেই ‘সাম্প্রদায়িক’ বলে মনে করেন না আরএসএস-এর সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি যোশী। তাঁর কথায়, ‘হিন্দুদের জন্য কাজ মানে সাম্প্রদায়িকতা নয়। এমনকী তা অন্য কোনও সম্প্রদায়ের বিরুদ্ধাচারণ’ও নয়।’

‘ভারত ভাবনা’র উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন আরএসএস-এর সাধারণ সম্পাদক। । তাঁর দাবি, ‘ভারতের পতন নেই। বহু নেতিবাচক ঘটনা সত্ত্বেও এ দেশ এখনও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ও ক্রমশ তার বিকাশ ঘটছে। বস্তুত, ভারত অনন্তকাল থেকে ছিল এবং এটি অনন্তকাল পর্যন্ত থাকবে…। সেই অর্থে হিন্দু-সমাজের কোনওদিনই পতন ঘটবে না।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | তালেবান মুজাহিদদের হামলায় ২৮ মুরতাদ সৈন্য নিহত, ৩টি চেকপোস্ট বিজয়!
পরবর্তী নিবন্ধপুলিশের ‘ভুলে’ নিরপরাধ হয়েও দুর্বিষহ অবস্থায় ৬ পরিবার!