করোনা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মালাউনদের অষ্টমীর স্নান

0
746
করোনা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মালাউনদের অষ্টমীর স্নান

দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যেই প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মালাউন হিন্দুদের ভ্রান্ত্র বিশ্বাসের বাতিল উৎসব ‘অষ্টমীর স্নান’- যোগ দিতে হিন্দুদের ঢল নেমেছে স্নানে ।

করোনাভাইরাস সতর্কতায় জনসমাগম রোধে স্থানীয় উপজেলা প্রশাসন থেকে এই উৎসব স্থগিত করা হলেও মানছেন না হিন্দু ধর্মাবলম্বীরা।

বুধবার ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পূণ্যার্থী কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপূত্র নদের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট দলে অষ্টমীর ‘পাপমোচন স্নান উৎসবে’ মেতে ওঠেন। সূত্র: ইসলাম টাইমস

এ নিয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে স্থানীয় প্রশাসন আলোচনা করে যৌথ উদ্যোগে স্নান উৎসব বাতিল করলেও কেউ কেউ তা মানছেন না। দল বেঁধে পরিবারের লোকজন ‘পাপমোচনে পূণ্যস্নানে’ অংশগ্রহণ করেন। এ ছাড়াও স্নান উপলক্ষে বসে ছোট খাট মেলা। পুরো ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ত্রাণ বিতরণের সময় ৬ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইহুদীবাদী সন্ত্রাসী পুলিশ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত হয়ে সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু