দিল্লিতে ১৩ বাংলাদেশীসহ ২১ বিদেশীকে মালাউন পুলিশের গ্রেফতার

0
1110
দিল্লিতে ১৩ বাংলাদেশীসহ ২১ বিদেশীকে মালাউন পুলিশের গ্রেফতার

১৩ বাংলাদেশিসহ ২১ বিদেশীকে দিল্লির শীল দাইঘরের একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৪ ভারতীয়কে। মোট এই ২৫ জন দিল্লিতে একটি তাবলিগ জামাতে যোগ দিয়েছিলেন। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

থানে’র ক্রাইম শাখা-১ এর সিনিয়র পুলিশ ইন্সপেক্টর নীতিন ঠাকরে বলেছেন, আটক বিদেশীদের মধ্যে ৮ জন মালয়েশিয়ার। বাকিরা বাংলাদেশি। এসব বিদেশী পর্যটন ভিসায় ভারত গিয়েছিলেন।

মালাউন পুলিশ তাঁদের নামে মিথ্যা অভিযোগ তুলে যে তারা ভিসার নিয়মনীতি লঙ্ঘন করেছেন। মালাউন পুলিশের ভাষ্য, তারা শুধু দিল্লির জামাতেই অংশ নিয়েছেন এমন নয়। একই সঙ্গে তারা মুমব্রা সফর করেছেন। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে তারা একটি মসজিদে অবস্থান করছিলেন।
উল্লেখ্য যে ,ভারতে চলমান মুসলমানদের উপর নির্যাতন নিয়ে সারা পৃথিবীতে আলোচনা চলছে । বিশ্লেষকদের মতে মুসলিমদের বেছে বেছে গ্রেফতার সে নির্যাতনেরই অংশবিশেষ ‌।
সূত্র: মানবজমিন

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন